শিরোনামঃ-

» বৃহত্তর জিন্দাবাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় শীঘ্রই রিক্সা চালু করার দাবি

প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২১ | মঙ্গলবার

নিজস্ব রিপোর্টারঃ

জিন্দাবাজারে রিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে বৃহত্তর জিন্দাবাজারের মার্কেট নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীদের সম্মিলিত পরিষদ ‘অধিকার সচেতন ব্যবসায়ী সমাজ’ এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জিন্দাবাজারের একটি রেষ্টুরেন্টে সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়।

আহমদ ম্যানশনের ব্যবসায়ী আলহাজ্ব বাবর বকস্ এর সভাপতিত্বে ও জিন্দাবাজার পয়েন্টের ব্যবসায়ী মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী মোঃ বেলাল উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন জিন্দাবাজার পয়েন্টের ব্যবসায়ী মোঃ সাজওয়ান আহমদ।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, যানজট নিরসনে অন্য কোন পদক্ষেপ না নিয়ে সিটি কর্পোরেশন জিন্দাবাজার এলাকায় রিক্সা চলাচল বন্ধ করে দিয়েছে। বক্তারা বলেন, জিন্দাবাজার একটি বাণিজ্যিক এলাকা। এখানে সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রিক্সা চলাচল বন্ধ হওয়ার কারণে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বিপনী বিতান, শপিং মল, কম্পিউটারের দোকান সহ যাবতীয় ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায় ধ্বস নেমেছে। ব্যবসায়ীরা দোকান ভাড়া, কর্মচারী বেতন, ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স দিতে হিমশিম খাচ্ছেন। তাই জিন্দাবাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে ও তাদের টিকিয়ে রাখতে রিক্সা চালু করা এখন সময়ের দাবি।

অন্যথায় ব্যবসায়ীরা সিসিক ঘেরাও সহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকবেন।

মতবিনিময় সভায় আগামী ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জিন্দাবাজার পয়েন্টে জমায়েত ও ১১টা হতে রিক্সা বন্ধের প্রতিবাদে বৃহত্তর জিন্দাবাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে লিফলেট সহ গণসংযোগ করার কর্মসূচী ঘোষনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী কিবরিয়া হোসেন নিঝুম, ভোজনবাড়ি রেষ্টুরেন্টের পরিচালক সুজেল আহমদ তালুকদার, মুক্তিযোদ্ধা গলীর ব্যবসায়ী মোঃ গোলাম কিবরিয়া মাসুক, মহিলা কলেজ ভবন মার্কেটের ব্যবসায়ী গৌতম লাল দত্ত, লতিফ সেন্টারের ব্যবসায়ী এ মুঈদ চৌধুরী, ছাবিহা সুলতানা রূপা, জিন্দাবাজারের ব্যবসায়ী মোঃ জুনাইদ আহমদ, মোঃ রিপন মিয়া, মোঃ নুরুল হক, শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী মোঃ রুপন খান, মোঃ রিপন ভূইয়া, আব্দুল আহাদ, আবু বক্কর টিটু, মারুফ হোসেন, কাকলী শপিং সিটির ব্যবসায়ী মোঃ মুজিবুল হক জাবেদ, সমবায় ভবনের ব্যবসায়ী নজরুল ইসলাম লস্কর, রাজা ম্যানশনের ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান খান, মোঃ লুৎফুর রহমান, ওয়াহিদ ভিউ এর ব্যবসায়ী মোঃ আবু তাহির লিটন, আল মারজান মার্কেটের ব্যবসায়ী মোঃ আবুল খায়ের মাহবুব, পূর্ব জিন্দাবাজারের ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, গ্যালারিয়া মার্কেটের ব্যবসায়ী আবুল কাশেম, বুরহান উদ্দিন, মিলেনিয়াম শপিং সিটির ব্যবসায়ী মেহরাত হোসাইন, ইষ্টিকুটুম রেষ্টুরেন্টের প্রতিনিধি আল আমিন, জহির তারু মিয়া ষ্টোরের প্রতিনিধি শওকত জীবন রায় প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৮ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031