শিরোনামঃ-

» ৩’শ পরিবারে স্মাইলজ’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৯. ডিসেম্বর. ২০২০ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ
যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন স্মাইলজ- এর উদ্যোগে ৩’শ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট সিটি কর্পোরেশন’র মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা আমাদের অহংকার। যে কোন দূর্যোগময় সময়ে দেশের জনগণের পাশে থেকেছেন প্রবাসীরা। প্রবাসীদের মহৎ উদ্যোগে গড়ে উঠা স্মাইলজ চ্যারিটি সংগঠন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের মহৎ উদ্যোগে ৩’শ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ একটি অনন্য দৃষ্টান্ত। তাই সকল প্রবাসী ও বিত্তবানরা সমাজের অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত প্রসারিত করার আহ্বান জানান তিনি।

মেয়র প্রধান অতিথির বক্তব্যে স্মাইলজ এর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমনের পরিচালনায় ও স্মাইলজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জসিম উদ্দিন তাপাদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সহসভাপতি (প্রথম) মঈন উদ্দিন, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সহসভাপতি এস সুটন সিংহ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক) এর সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, সিলেট সান ডটকম’র সহ সম্পাদক রবিকিরন সিংহ (মাই স্লাম রাজেশ), সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির (প্রথম) সদস্য ইউসুফ আলী, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়,সাংবাদিক শফিকুল ইসলাম চৌধুরী, দৈনিক উত্তর পূর্বের ফটো সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক অমিতা সিনহা, ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষিকা রাবেয়া বেগম, সিন্দি লুসাই, সিলেট সান বন্ধু ফোরামের আহবায়ক অভিজিৎ দাস অভি, সদস্য সচিব বিজন চন্দ্র, সিলেট সান’র জামিল আহমদ, জয়নুল ইসলাম সহ প্রমূখ ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031