শিরোনামঃ-

» সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে শেখ হাসিনা বয়স্কভাতাভোগীর সংখ্যা দ্বিগুণ করেছেন : মিসবাহ

প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২০ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বয়স্কভাতাভোগীর সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে ক্ষমতা গ্রহণোত্তর বয়স্কভাতাভোগীর সংখ্যা ২০ লক্ষ থেকে বৃদ্ধি করে ২২ লক্ষ ৫০ হাজার করা হয়েছে যা দেশব্যপী অব্যাহত রয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে সিলেট নগরীর ১০ নং ওয়ার্ডে ঘাসিটুলা ইউসুফ স্কুলে কাউন্সিলর তারেক উদ্দিন তাজের সভাপতিত্বে ১০৯ জন বয়স্কভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিসবাহ উদ্দিন সিরাজ আরও বলেন, অবহেলিত ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক করোনাকালে ওয়ার্ডবাসীর পাশে থেকে সহযোগীতা করেছেন। ওয়ার্ডের উন্নয়নে যুগান্তরকারী পদক্ষেপ নিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রেখে চলেছেন। আবুল কালাম মিন্টু পরিচালনায় উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন শাহবুল, ওয়ার্ড আওয়ামী লীগের আব্দুল মুমিন, যুব লীগের সৈয়দ শাহ আলম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আশরাফুল ইসলাম সায়েম, আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, ওয়াহিদ মিয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031