শিরোনামঃ-

» হোটেল বাগদাদে অভিযান; লাইসেন্স বাতিল ও জরিমানা আরোপ

প্রকাশিত: ০৯. মে. ২০২০ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

অবৈধভাবে কাপড়ের ব্যবসা পরিচালনার অভিযোগে হোটেল বাগদাদকে ১০ হাজার টাকা জরিমানা ও তাদের ব্যবসায়ীক লাইসেন্স বাতিল করেছে প্রশাসন।

শনিবার (৯ মে) দুপুরে নগরীর লালবাজার এলাকার এ হোটেলে অভিযান পরিচালনা করেন সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

জানা যায়, করোনা মহামারীতে যেখানে সিলেটের সকল ব্যবসা প্রতিষ্টান বন্ধ রাখা হয়েছে সেখানে গোপনে হোটেল বাগদাদের কয়েকটি রুমকে কাপড়ের দোকান বানিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলো এইসব অসাধু ব্যবসায়ীরা।

তাছাড়া এ হোটেলে প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে কাপড় ব্যবসায়ীরা এখানে আসতেন বলেও জানা যায়।

সম্প্রতি নারায়নগঞ্জ থেকে কিছু ব্যবসায়ী কাপড় নিয়ে এ হোটেলে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

সে সময় এ হোটেলের বিভিন্ন কক্ষে কাপড়ের অবৈধ দোকান প্রশাসনের নজরে আসে।

এরই প্রেক্ষিতে আজ শনিবার (৯ মে) দুপুর ৩টার দিকে এই হোটেলে অভিযান পরিচালনা করেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জসিম উদ্দিন।

অভিযানে তিনি হোটেল বাগদাদকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান ও হোটেলে ব্যবসায়িক লাইসেন্স বাতিল করেন।

পাশাপাশি আগামী সোমবারের ভেতরে সকল কাপড়ের দোকান সরিয়ে রুম খালি করার নির্দেশ দেন।

অভিযানকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জসিম উদ্দিন জানান, হোটেলের প্রতিটি রুমে কাপড় রুমে সাজানো হয়েছে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করি।

তাদের নগদ ১০ হাজার টাকা জরিমানা ও ব্যবসায়িক লাইসেন্স বাতিল করা হয়েছে এবং সোমবারের মধ্যে সকল রুম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৭ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031