শিরোনামঃ-

» ‘দ্যা রোটারি ফাউন্ডেশন’ থেকে এক কোটি টাকার অধিক অনুদান সংগ্রহ

প্রকাশিত: ০৭. মে. ২০২০ | বৃহস্পতিবার

নিজস্ব রিপোর্টারঃ
‘দ্যা রোটারি ফাউন্ডেশন’ থেকে ১ কোটি ১১ লক্ষ ৭৭ হাজার ৫ শত টাকার একটি অনুদান পেয়েছে বাংলাদেশের অন্যতম সেরা ভাইব্রেন্ট ক্লাব সিলেটের ‘রোটারি ক্লাব অব জালালাবাদ’।

এই অনুদানের অর্থ দিয়ে ৮টি উন্নতমানের ভেন্টিলেটর ক্রয় করবে এবং করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় এই ভেন্টিলেটরগুলো সিলেটের হাসপাতালে প্রদান করা হবে।

রোটারি ক্লাবের পক্ষ থেকে সিলেটবাসীর জন্য এটি একটি ব্যতিক্রমি উপহার।

এ ব্যাপারে আর.আই.ডি-৩২৮২ বাংলাদেশের গভর্নর কর্ণেল এম. আতাউর রহমান পীর বলেন, রোটারি ক্লাব অব জালালাবাদের পাস্ট প্রেসিডেন্ট এবং আর.আই.ডি-৩২৮২ বাংলাদেশের গভর্নর হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি।

বিগত কয়েক মাস যাবৎ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে যে আতংক তৈরি হয়েছে সেটা নিয়ে অন্য সকলের মতো রোটারি গভর্নর হিসেবে আমিও ছিলাম উদ্বিগ্ন।

তদুপরি বাংলাদেশের হাসপাতালগুলোতে ভেন্টিলেটর সংকটের কথা বিভিন্ন মাধ্যমে জানতে পেরে আরও দুশ্চিন্তাগ্রস্থ হই।

এমন অবস্থায় রোটারি ক্লাব অব জালালাবাদের পাস্ট প্রেসিডেন্ট এবং প্রাক্তণ রোটারি গভর্নর ডা. মঞ্জুরুল হক চৌধুরী এবং ক্লাবের অন্য সকল সদস্যবৃন্দ এগিয়ে আসেন। তাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই স্বপ্নপূরণ সম্ভব হতোনা।

আল্লাহ আমাদের সকলের সহায় হোন এবং মানবতার সেবায় কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮০৪ বার

Share Button

Callender

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930