শিরোনামঃ-

» ওসমানীনগরে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ৯ জনকে আটক

প্রকাশিত: ০৬. মে. ২০২০ | বুধবার

ওসমানীনগর প্রতিনিধিঃ

সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুরের ঈশাগ্রাই গ্রামের বুধবার (৬ মে) সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় নিহত শিপন আহমদের খুনের ঘটনায় মাইক্রোযোগে পালিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ মে) রাত ১১টার দিকে এই সন্দেহভাজনদের উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির গলমু কাপন এলাকা থেকে আটক করে ওসমানীনগর থানা পুলিশ।

ওসমানীনগর থানার ওসি জানান, সন্দেহজনক হিসেবে মাইক্রো সহ কয়েকজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

যাচাই বাচাই ও জিজ্ঞাসাবাদ করে যদি দেখা যায় তারা খুনের সাথে জড়িত আছে তাহলে তাদের আইনের আওতায় নেয়া হবে। তদন্তের স্বার্থে এখন নাম প্রকাশ করা হচ্ছে না।

উল্লেখ্য, পূর্ব বিরোধের জের ধরে বুধবার ইফতারের সময় উপজেলার পুশ্চিম পৈলনপুর ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার ঈশাগ্রাই গ্রামের জয়নুল হক ধন মিয়ার সাথে প্রতিপক্ষ আশিক মিয়ার সংঘর্ষ চলাকালে ধন মিয়ার পক্ষের সুলফির আঘাতে আশিক মিয়ার ছেলে শিপন আহমদ (২৪) গুরুতর আহত হয়।

এ ঘটনায় উভয় পক্ষের আরো অন্তত ১৫ জন আহত হয়। আহতদের তাৎক্ষনিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হলে সন্ধ্যা ৭টার দিকে শিপন আহমদ মারা যায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930