শিরোনামঃ-

» ফের রাজ্যে রাজ্যে মৃত্যুর মিছিল; যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে দেয়া অনিশ্চিত

প্রকাশিত: ০৬. মে. ২০২০ | বুধবার

নিউইয়র্ক থেকে এমদাদ চৌধুরী দীপুঃ
মার্কিন যুক্তরাষ্ট্র এখন মহাসংকটে। সরকার ট্রিলিয়ন ট্রিলিয়ন লোন করছে। চিকিৎসা খাতে ব্যয় বেড়েছে হঠাৎ করে। বন্ধ আছে পর্যটন ব্যবসা। খালি পড়ে রয়েছে হাজার হোটেল, বন্ধ রয়েছে রেস্তোরা ব্যবসা। গণপরিবহনের আয় নেই বললে চলে, বেকারত্ব সামাল দিতে বরাদ্দের পর বরাদ্দ দিতে হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচাতে এক দফা বরাদ্দ শেষ হয়ে গেছে ৩৫০ বিলিয়ন, আবারো বরাদ্দ দেয়া হয়েছে।

গত দুই দিন করোনার পরিস্থিতির উন্নতি হলেও মঙ্গলবার (৫ মে) আবার অবনতি ঘটেছে। একটি মহামন্ধার আশংকায় উদ্বেগ উৎকন্টা সবখানে। আগামী দুই সপ্তাহ অতিরিক্ত সতর্কতার নির্দেশ দেয়া হয়েছে হোয়াইটহাউসের টাস্কফোর্স এর পক্ষ থেকে। ফার্মেসী, গ্রোসারীতে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আবারো নিয়ন্ত্রনহীন। ১৫ মে বিভিন্ন রাজ্যে লকডাউন তুলে দেয়ার অপেক্ষার মাঝে ফের রাজ্যে রাজ্যে মৃত্যুর মিছিল শুরু হয়েছে।

লকডাউন তুলে দেয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২ লাখ ছাড়িয়েছে সুস্থ হওয়ার সংখ্যা, ৭৭ লাখ অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রজুড়ে কোভিড-১৯ পজিটিভ টেস্ট।

তবে থেমে নেই লাফিয়ে লাফিয়ে মৃত্যু এবং শনাক্ত হওয়ার সংখ্যা। আবারো ২৪ ঘন্টায় মৃত্যু চলে গেছে ২ হাজার ৩৪৯ জনে, একদিনে শনাক্ত হয়েছেন নতুন করে প্রায় ২৫ হাজার। পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে রাজ্য খোলার কথা পৃথক প্রেসব্রিফিংএ জানিয়েছেন বিভিন্ন রাজ্য গভর্নর এবং নগর মেয়রগন।

ওয়াল্ডোমেটারের তথ্যমতে যুক্তরাষ্ট্রে এখন শনাক্ত ১২ লাখ ৩৭ হাজারের উপরে, মৃত্যু ৭২ হাজার ২৭০ জন। সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ৪৬৮ জন।

একদিনে মৃত্যু হয়েছে নিউইয়র্কে ২৬০ জন, নিউজার্সীতে ৩৪১ জন, ম্যাসাচুসেটে ১২২ জন, ইলিনইস রাজ্যে ১৭৬ জন, ক্যালিফোর্নিয়া ৫৮ জন, পেনসেলভেনিয়ায় ৩৪৬ জন, মিশিগানে ৪৪ জন, ফ্লোরিডায় ৭২ জন, টেক্সাসে ৪৬ জন, কানেকটিকায় ৭৭ জন, লুসিয়ানায় ৫১ জন, জর্জিয়ায় ৪৩ জন, ম্যারিল্যান্ডে ৭৩ জন, ইন্ডিয়ানায় ৬২ জন, অহিয়োতে ৭৮ জন, ভার্জিনিয়ায় ২৯ জন, কলোরেডেতে ৫২ জন এবং ওয়াশিংটনে ২৪ জন।

এই ১৮টি রাজ্যে মৃত্যুর ব্যাপকতা হঠাৎ বৃদ্ধি পেয়েছে। বাকী অধিকাংশ রাজ্যে মৃত্যুর মিছিল লক্ষনীয়।

এদিকে শীর্ষ রাজ্যগুলোতে শনাক্ত হওয়ার চিত্র হচ্ছে নিউইয়র্কে ৩ লাখ ৩০ হাজারের উপরে, মৃত্যু ২৫ হাজার ২০৪ জনের, নিউজার্সীতে শনাক্ত ১ লাখ ৩১ হাজারের উপরে, মৃত্যু ৮ হাজার ২শ ৯২ জনের, ম্যাসাচুসেটে শনাক্ত ৭০ হাজারের উপরে, মৃত্যু ৪ হাজার ২১২ জনের, ইলিনইস রাজ্যে শনাক্ত ৬৬ হাজার, মৃত্যু ২ হাজার ৮৩৮ জনের, ক্যালিফোর্নিয়া শনাক্ত ৫৮ হাজার, মৃত্যু ২ হাজার ৩৭৬ জন, পেনসেলভেনিয়ায় শনাক্ত ৫৪ হাজার, মৃত্যু ৩ হাজার ১৯৬ জন, মিশিগানে শনাক্ত ৪৪ হাজার, মৃত্যু ৪ হাজার ১৭৯ জন, ফ্লোরিডায় শনাক্ত ৩৭ হাজার, জন, টেক্সাসে শনাক্ত সংখ্যা ৩৪ হাজার জন, কানেকটিকায় শনাক্ত ৩০ হাজার এর উপরে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৫ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031