শিরোনামঃ-

» নিউজার্সী সহ যুক্তরাস্ট্রের ১০ অঙ্গরাজ্যে সুস্থতার চিত্র হতাশাজনক

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০২০ | সোমবার

নিউইয়র্ক থেকে এমদাদ চৌধুরী দীপুঃ

যুক্তরাস্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এখন শনাক্ত হওয়া রোগী প্রায় ৩৮ হাজার। করোনা মহামারী কেড়ে নিয়েছে এ পর্যন্ত ৩ হাাজার ৩১৫টি প্রান। অথচ একজন রোগীর সুস্থতার খবর নেই। হতাশার এই চিত্র শুধু মিশিগানেই নয় আরো আক্রান্ত বিবেচনায় শীর্ষ রাজ্যগুলোতে।

এই রিপোর্ট যখন পাঠকের সামনে যাবে তখন যুক্তরাস্ট্রে করোনায় শনাক্তের সংখ্যা ১০ লাখ অতিক্রম করবে কিন্তু সুস্থতার সংখ্যায় হতাশ সবাই।

উত্তর আমেরিকার বড় শহর, দ্বীপ রাজ্য সহ ছোট বড় ৩০টি রাজ্যে কেউ সূস্থ হওয়ার বার্তা নেই।

পৃথিবীর শীর্ষ করোনা আক্রান্ত দেশের শীর্ষ রাজ্যগুলোতে যে হারে শনাক্ত হচ্ছে, মৃত্যুর হার যে অবস্থায় রয়েছে, এর বিপরীতে সুস্থতা চরম হতাশাজনক।

এদিকে বিভিন্ন রাজ্যে কিংবা বড় শহরে আরোগ্য লাভ করেছেন ১ লাখ ১৯ হাজার।

যুক্তরাস্ট্রে বর্তমানে করোনা আক্রান্ত রোগী ৯ লাখ ৮৭ হাজারের উপরে। মারা গেছেন ৫৫ হাজার ৪১৩ জন।

এদিকে নিউইয়র্কে আক্রান্ত ২ লাখ ৯৪ হাজার প্রায়।

মারা গেছেন ২২ হাজার ২৭৫ জন কেউ আরোগ্যলাভ করেনি। অথবা আরোগ্য সংখ্যা খুব নগন্য এমন বড় রাজ্যের মধ্যে রয়েছে, মিশিগান, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসি, পেনসেলভেনিয়া, কানেকটিকাট, ফ্লোরিডা, ইলিনইস এর বিপরীতে ২৩ রাজ্যে ইতিমধ্যে আরোগ্যলাভ করেছেন ১ লাখ ১৯ হাজার।

শীর্ষ রাজ্যগুলোর চিত্র হচ্ছে, নিউজার্সীতে শনাক্ত ১ লাখ ৯ হাজারের উপরে, মৃত্যু ৫ হাজার ৯৩৮ জন, সুস্থ মাত্র ১৫শ।

মেসাচুসেট অঙ্গরাজ্য যেখানে শনাক্ত রোগী প্রায় ৫৫ হাজার, মারা গেছেন ২ হাজার ৮৯৯ জন এর বিপরীতে সুস্থতার কোন তথ্য নেই।

ইলিনইস অঙ্গরাজ্যে মৃত্যু ১ হাজার ৯৩৩ জনের, শনাক্ত হয়েছেন প্রায় ৪৪ হাজার, সুস্থতার তথ্য নেই, ৪৩ হাজারের উপরে শনাক্ত রোগী এখন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে, মৃত্যু ১ হাজার ৭১৮ জনের, সুস্থতা ৩ হাজার জনের।

ফ্লোরিডা অঙ্গরাজ্যে কোন সুস্থতার খবর নেই, আছে মৃত্যুর খবর ১ হাজার ৭৪ জনের, শনাক্ত হয়েছেন ৩১ হাজারের উপরে। পেনসেলভেনিয়ায় শনাক্ত প্রায় ৪৩ হাজার, মারা গেছেন ১ হাজার ৮২৩ জন, সুস্থ হওয়ার তথ্য নেই।

লুসিয়ানায় মারা গেছেন ১ হাজার ৭২৯ জন, শনাক্ত ২৭ হাজার প্রায়, সুস্থতার তথ্য নেই।

কানেকটিকায় শনাক্ত ২৫ হাজারের উপরে, মৃত্যু ১ হাজার ৯৩৪ জনের, সুস্থতা ২শ জনের উপরে।

টেক্সাসে মৃত্যু ৬৫৪ জনের, শনাক্ত রোগী ২৫ হাজার প্রায়। সুস্থতার খবর আছে প্রায় ১৮শ জনের।

আরোগ্যলাভকারী উল্লেখযোগ্য রাজ্যের মধ্যে রয়েছে নিউইয়র্ক ৩০ হাজারের উপরে।

নিউজার্সীতে ১ হাজার ৫০০ জন, ক্যালিফোর্নিয়ায় ৩ হাজার ৫০০ জন।

এছাড়া আরো কিছু অঙ্গরাজ্যে আক্রান্ত রোগীর বিপরীতে আরোগ্য আশাব্যঞ্জক। নিউ হেম্পশায়ার অঙ্গরাজ্যে মারা গেছেন ৯ জনের বিপরীতে আরোগ্যলাভকারী ১৫১ জন।

এখানে লাফিয়ে লাফিয়ে মৃত্যু আর আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি উদ্বেগ আর আতংক বৃদ্ধি করেছে সবার মাঝে।

আমেরিকায় প্রাণঘাতি রোগ করোনার রবিবার (২৬ এপ্রিল) এর চিত্র হতাশাজনক এবং সামগ্রিক বিবেচনায় অবনতিশীল।

শুধু নিউইয়র্কে একদিনে করোনায় মারা গেছেন ৩৭৬ জন। শুধু নিউইয়র্ক নয় করোনায় আক্রান্ত এখন আমেরিকার ৫০টি অঙ্গরাজ্য।

প্রায় এশিয়া মহাদেশের মত আয়তনের এই দেশে সারা বিশ্বের মানুষের বসবাস। বিশ্বের যোগাযোগ আমেরিকার সাথে বেশী অন্য যে কোন দেশের চেয়ে। ফলে বৈশ্বিক করোনা ভাইরাস এই দেশে ভয়াবহ আকার ধারন করছে ক্রমেই।

উর্ধ্বমুখী অবস্থা সামাল দেয়া সম্ভব হচ্ছে না নানা চেষ্টায়।

বিশ্বজুড়ে চলছে করোনার ভেকসিন আবিস্কারের চেষ্টা। বিজ্ঞানীরা বার বার তাদের আশার কথা শুনাচ্ছেন। পরীক্ষামূলক ইনজেকশন প্রয়োগ চলছে।

ফিরে দেখা, ২৭ মার্চঃ যুক্তরাস্ট্রে করোনা চিত্র
নিউইয়র্কে মারা গেছেন ৮৮১ জন, ২৬ মার্চ যা ছিল ৫১৯ জন, আক্রান্ত ৫৩ হাজার ৪৪৫ জন
নিউজার্সিতে মারা গেছেন ১৪০ জন, আক্রান্তরোগী ১১ হাজার ১২৪ জন।

ক্যালিফোর্নিয়ায় রোগী ৫ হাজার ৬৫৯ জন মারা গেছেন ১২০ জন।

মিশিগান অঙ্গরাজ্যে মারা গেছেন ১১১ জন আক্রান্তরোগী ৪ হাজার ৬৫০ জন,
মেসাচুসেট অঙ্গরাজ্যে মারা গেছেন ৪৪ জন আক্রান্তরোগী ৪ হাাজার ২৫৭ জন, ওয়াশিংটন অঙ্গরাজ্যে মারা গেছেন ১৮৯ জন, আক্রান্ত রোগী ৪ হাজার ৩১০ জন, ইলিনইস অঙ্গরাজ্যে মারা গেছেন ৪৭ জন, আক্রান্তরোগী ৩ হাাজার ৪৯১ জন, ফ্লোরিডা অঙ্গরাজ্যে মারা গেছেন ৫৬ জন, আক্রান্তরোগীর সংখ্যা ৪ হাজার ৩৮ জন, লুসিয়ানা রাজ্যে মৃত্যু হয়েছে ১৩৭ জন, আক্রান্ত রোগী ৩ হাজার ৩১৫ জন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৬৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930