শিরোনামঃ-

» আমেরিকার রাজ্যে-রাজ্যে মৃত্যুর মিছিল

প্রকাশিত: ০৬. এপ্রিল. ২০২০ | সোমবার

নিউইয়র্ক থেকে এমদাদ চৌধুরী দীপুঃ

(৫ এপ্রিল, ২০২০)

প্রায় এশিয়া মহাদেশের মতো বিশাল দেশ আমেরিকার ৫০টি রাজ্যে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

আশার কথা মৃত্যুর চেয়ে দ্বিগুন সুস্থ হওয়াদের সংখ্যা।

এদিকে হতাশার চিত্র হলো রাজ্যে রাজ্যে মৃত্যুর মিছিল। নতুন করে মৃত্যু নিউজার্সীতে ৭১ জন, মিশিগানে ৭৭ জন, কেলিফোর্নিয়ায় ২৫ জন, লসিয়ানায় ৬৮ জন, ফ্লোরিডায় ২৬ জন, ইলিনইসে ৩১ জন, ওয়াশিংটনে ২২ জন, কানেকটিকায় ২৪ জন, মেরিল্যান্ডে ১৪ জন, পেনসেলভেনিয়ায় ১৪ জন।

৪৪টি রাজ্যে রয়েছে নতুন করে মৃত্যুর খবর।

আমেরিকায় আরোগ্য লাভকারীর সংখ্যা ১৭ লক্ষ ২৪৫ এর উপরে। যা মারা যাওয়া সংখ্যার দ্বিগুন।

একদিকে কিছু রাজ্যে নাজুক অবস্থা আর একদিকে বেশীর ভাগ রাজ্যে উধ্বমুখী পরিস্থিতি বিরাজ করছে।

আমেরিকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৬ হাজার অতিক্রম করেছে। মৃতের সংখ্যা ৯ হাজার ৬০২ জন।

এদিকে নিউইয়র্কে আক্রান্ত ১ লক্ষ ২৩ হাজারের উপরে। মারা গেছেন ৪ হাজার ১৫৯ জন। শীর্ষ আক্রান্ত রাজ্যের মধ্যে রয়েছে নিউজার্সী ৩৭ হাজারের উপরে, মিশিগানে ১৫ হাজারের উপরে, কেলিফোর্নিয়ায় ১৪ হাজারের উপরে, লসিয়ানায় ১৩ হাজারের উপরে এবং প্রতিটিতে ১২ হাজারের উপরে রোগী রয়েছেন মেসাজুসেট ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে।

দেশটির সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণে সকল মহল মনে করেন এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যায় রুপ নিচ্ছে। করোনা সুড়ঙ্গের প্রথম ভাগ দেখা যাচ্ছে, তবে দেখা যাচ্ছেনা শেষ অংশ।

(প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে প্রতিবেদকের ফাইল ছবি)

আমেরিকায় এখন রোগীর সংখ্যা ৩ লক্ষ ১১ হাজারের উপরে। আর মারা যাওয়ার সংখ্যা ৮ হাজার ৪০০ এর উপরে।

শনিবার রোগী ছিল ২ লক্ষ ৭৭ হাজারের উপরে। মৃত্যু ছিল ৭ হাজার ৩৯২ জন।

নিউইয়র্কে রোগীর সংখ্যা এখন ১ লক্ষ ১৪ হাজারের উপরে। যা শনিবার ছিল ১০ লক্ষ ৩ হাজারের উপরে। মারা গেছেন ৩ হাজার ৫৬৫ এর উপরে। যা শনিবার ছিল ৩ হাজার ২১৮ জন।

শীর্ষ আক্রান্ত অঙ্গরাজ্যঃ
গতকালের চিত্র শীর্ষ আক্রান্ত অঙ্গরাজ্যের মধ্যে আক্রান্ত এবং মৃত্যুর চিত্র যথাক্রমে নিউজার্সীতে আক্রান্ত ৩৪ হাজার ১২৪ জন, মৃত্যু ৮৪৬ জন।

কেলিফোর্নিয়ায় ১৩ হাজার ৬৪৯ জন, মৃত্যু ৩১৯ জন, মিশিগানে ১৪ হাজার ২২৫ জন, মৃত্যু ৫৪০, ওয়াশিংটনে ৭৫৯১ জন, মারা গেছেন ৩১৪ জন।

করোনায় কম আক্রান্ত এবং মাঝামাঝি অবস্থানে যে সব অঙ্গরাজ্যঃ
শনিবারের চিত্র, করোনা ভাইরাস যে সব রাজ্যে এখনো ভয়াবহতা ছড়ায়নি সে সব রাজ্যের চিত্র হচ্ছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আক্রান্ত ২ হাজার ৪০৭ জন, মারা গেছেন ৫২ জন, সাউথডাকুটা অঙ্গরাজ্যে আক্রান্ত ২১২ জন, মারা গেছেন ২ জন।

ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আক্রান্ত ২৮২ জন মারা গেছেন ২ জন। নর্থডাকুটা অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৬ জন, মারা গেছেন ৩ জন।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৩৪ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031