শিরোনামঃ-

» মিরাজের ঝড়ো ব্যাটিংয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খালপার হ্যারিকেন’র জয়

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২০ | বৃহস্পতিবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লার গাঁও ইউনিয়নের খালপার প্রিমিয়ার লীগ (কে পি এল) ২০২০ এ খালপার স্ট্রাইকার্স ও খালপার স্কোরার্স এর ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই।

তাই আজকের ম্যাচটা এক কথায় নিয়ম রক্ষার ম্যাচ ছিল। গ্রুপের শেষ ম্যাচে বিকাল ৩টায় মুখোমুখি হয় খালপার হ্যারিকেন ও খালপার হিট।

খালপার হ্যারিকেন এর ফাইনাল যাওয়ার পথটা কিছুটা হলেও উন্মুক্ত থাকতো খালপার স্কোরার্স গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হেরে গেলে।

খালপার হিট এর বিপক্ষে অল্পের জন্য হার এড়িয়ে যাত্রা শুরু করেছিল খালপার স্কোরার্স। তাদের সম্ভাবনাটুকু উজ্জ্বল হয় মূলত অপ্রত্যাশিতভাবে খালপার হ্যারিকেন কে হারিয়ে দেওয়ার পর।

অপর দিকে বিপরীত চিত্র খালপার স্ট্রাইকার্স এর। প্রথম ম্যাচ থেকেই অপ্রতিরোধ্য ছিল। মাত্র একটি ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠে।

খালপার স্কোরার্স এর লো স্কোরিং ম্যাচে প্রায় চেপে ধরেছিল খালপার হিট। খালপার হিট এর বোলিংয়ের আভাসে ভালো কিছুর সম্ভাবনাও জাগিয়ে তুলেছিল। সেই দলটাই ছিটকে গেলো ব্যাটিং এর বাজে পারফরম্যান্সে।

সেই কারণে খালপার হিট পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান।ব্যাটিং ব্যর্থতাই এমন পারফরম্যান্সের মূল কারণ।

টসে জয় লাভ করে খালপার হ্যারিকেন  ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে তাদের সিদ্ধান্ত সঠিক ছিল প্রমান করেন খালপার হ্যারিকেনের মিরাজ।

মিরাজের দুরদর্শী ঝড়ো ব্যাটিংয়ে খালপার প্রিমিয়ার লীগ এ প্রথম ব্যাক্তিগত সর্বোচ্চ ৯৮ রান করেন। তার এই রানের উপর ভর করে খালপার হ্যারিকেনের স্কোর গিয়ে দাঁরায় ৩ উইকেটে ১৯৪ রান। খালপার হিটের হয়ে মঞ্জুর ৩ উইকেট ও সাঈদ ২টি উইকেট নেন।

জবাবে খালপার হিট ১৬ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩০রান করে। খালপার হিটের হয়ে মঞ্জুর (৪৬ রান) ও লিপন (৩৮ রান) করেন।

খালপার হ্যারিকেনের হয়ে ফাহাদ ৩টি ও মিরাজ ১টি উইকেট নেন।

আজকের খেলায় অসাধারন ব্যাটিং পারফরমেন্সের ভিত্তিতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন খালপার হ্যারিকেন এর মিরাজ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৫০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930