শিরোনামঃ-

» বালাগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকীতে দু’পক্ষের মারামারি; ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০২০ | শনিবার

বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্টা বার্ষিকীর কর্মসুচি পালনের লক্ষ্যে উপজেলা ছাত্রলীগ ও বালাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা শনিবার (৪ জানুয়ারি) বালাগঞ্জ বাজারে জমায়েত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসুচির অংশ হিসেবে বেলা ২টার দিকে কেক কাটা পর্ব শেষে সেখান থেকে ফেরার পথে একজনের মোটরসাইকেল আরেক জনের গায়ে লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

এর জের ধরে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েক জন আহত হন।

আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এরপর এক পক্ষের কয়েকজন বোয়ালজুড় বাজারে বালাগঞ্জ-তাজপুর সড়কের অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

পুলিশ সেখান গিয়ে অবরোধকারীদের গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। এর আগে ধাওয়া ধাওয়ীকালে সেখান থেকে আরো একজনকে থানায় নেয়া হয়।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জুনেদ মিয়ার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল আহমদ সহ তার পক্ষের নেতাকর্মী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল সহ তার পক্ষের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে বলে উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী নিশ্চিত করেছেন।

সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখার রাকিব বলেন, মারামারিকালে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতিকে দায়ী করেছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল বলেন, সহ-সভাপতির নেতৃত্বে সকাল ১১টায় কেক কাটার পর বিকেল ৩টায় আমরা বালাগঞ্জ অডিটরিয়ামে কেক কাটি।

কেক কাটা শেষে সেখান থেকে বের হওয়ার সময় আমার ওপর অতর্কিত হামলা করে আমাকে আহত করা হয়েছে।

আমি বা আমার পক্ষের কেউ কোন গাড়ি ভাঙচুর করেনি। রাজনৈতিক ফায়দা নেয়ার কৌশল হিসেবে গাড়ি ভাঙচুরের কথা বলা হচ্ছে।

বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েকজনকে থানায় আনার পর বিষয়টি মিমাংশা করে দেয়া হয়েছে।

এদিকে ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের গ্রুপিং ও বিভক্তির বিষয়টি প্রত্যক্ষভাবে প্রকাশ পায়।

উপজেলা ছাত্রলীগের পদবিধারী ৫ জনের নেতৃত্বে পৃথকভাবে বালাগঞ্জ বাজার এলাকায় কেক কাটা, র‌্যালীর ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

ছাত্রলীগের সাবেক নেতারা বর্তমানে যারা যুবলীগ-আওয়ামীলীগের বিভিন্ন পদে রয়েছেন তাদেরকে পৃথকভাবে পালিত কর্মসুচিতে অংশ নিতেও দেখা গেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৫ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930