শিরোনামঃ-

» প্রকৌশলীদের নিয়ে লাফার্জ-হোলসিম বাংলাদেশ সিমেন্ট লিঃ সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০১৯ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের অন্যতম সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতকে প্রতিষ্ঠিত লাফার্জ-হোলসিম বাংলাদেশ সিমেন্ট লিমিটেডের আয়োজনে প্রকৌশলীদের নিয়ে “রেসিলিন্ট এন্ড সাসটেইনেবেল বিল্ডিং ডিজাইন এন্ড কনস্ট্রাকশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের উপশহরস্ত রোজ ভিউ হোটেলের কনফারেন্স হলে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

লাফার্জ-হোলসিম বাংলাদেশ সিমেন্ট লিমিটেডের টেকনিকেল ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানার সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যক্ষ ড. রাকিব আহসান।

তিনি বলেন, আগের তুলনায় আমাদের দেশের জীবনমান অনেক উন্নত হয়েছে। দেশের আবহাওয়া উপযোগী তৈরি কাঁচামাল নিজেদের চাহিদা মিটিয়ে দেশের অন্য সিমেন্ট কোম্পানীগুলোর কাছেও বিক্রি করা হচ্ছে। বর্তমানে এই কোম্পানীর সিমেন্ট দিয়ে দেশের প্রচুর বহুতল ভবন নির্মাণে ব্যবহৃত হচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে বহিঃবিশ্বেও রপ্তানি করা হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট রিজিওনাল সেলস ম্যানেজার জাফর সাদেক।

কোম্পানীর ওভারভিউ এবং প্রোডাক্ট পেসিফিকেশন নিয়ে প্রেজেন্টশন করেন কোম্পানীর হেড অব টেকনিক্যাল সার্ভিসেস আলী আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আজিজুল হক।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীর এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ কলি।

সেমিনারে সিলেটের প্রবীন ও নবীন বিপুল সংখ্যক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

সেমিনারে উপস্থিত সকল প্রকৌশলী কোম্পানীর সার্বিক বিষয়ের উপর প্রেজেন্টেশনে মুগ্ধ হয়েছেন।

সার্বিক তত্ত¡াবধানে ছিলেন লাফার্জ-হোলসিম বাংলাদেশ সিমেন্ট লিঃ টেকনিকাল ইঞ্জিনিয়ার মাসুদ রানা।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৪ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031