শিরোনামঃ-

» শুক্রবার সিলেটে রবীন্দ্রনাথ স্বরণোৎসবের সমাপনী আসরে ভিডিও কনফারেন্সে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০১৯ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট পদার্পণের শতবার্ষিকী উপলক্ষে সিলেটে চলছে চার দিনব্যাপী “সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্বরণোৎসব (১৯১৯-২০১৯)।”

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানটি ৮ নভেম্বর রাতে সিলেট স্টেডিয়াম মাঠে শেষ হতে যাচ্ছে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্বরণোৎসব পর্ষদ এর আহবায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উল্লেখ্য এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার কথা ছিলো প্রধানমন্ত্রী।

অনিবার্য কারণবশতঃ তাঁর সফরসুুচী বাতিল হওয়ায় অবশেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটবাসীর সঙ্গে ঐতিহাসিক এ উৎসবে যোগদিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্হিত থাকবেন সিলেট-১ আসনের জাতীয় সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ।

এছাড়া সমাপনী অনুষ্ঠানে দেশ বিদেশি অতিথি ও প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা অংশগ্রহন করবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪০ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031