শিরোনামঃ-

» আওয়ামী লীগ উপ কমিটির সদস্য এডভোকেট সামছুল হক চৌধুরী লন্ডনে সংবর্ধিত

প্রকাশিত: ০২. অক্টোবর. ২০১৯ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ
পুর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লাবাসী কর্তৃক দলমত নির্বিশেষে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

মঙ্গলবার (১লা অক্টোবর) সন্ধ্যা ৭টার সময় এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিরাই-শাল্লার গণ মানুষের নেতা, তারুন্যের অহংকার, শিক্ষাবিদ, সংগঠক ও সমাজসেবক যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি এডভোকেট মো. সামছুল হক চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লাবাসী তাঁকে ব্যাপক সংবর্ধনা প্রদান করে।

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ওমর ফারুক এর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মাশুক সর্দারের প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী ইলিয়াস মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট হরমুজ আলী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, লন্ডনে সফররত দিরাই পৌরসভার মেয়র মুশারফ মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী ইলিয়াস মিয়া, দিরাই ডেভেলপমেন্ট এর সাবেক সভাপতি আব্দুল মনাফ, দিরাই যুবলীগ এর সাবেক সভাপতি নাজমুল হোসাইন চৌধুরী চান মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ উপ প্রচার সম্পাদক লুৎফুর রহমান সায়েদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ কার্য নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাএনেতা আশরাফুল ইসলাম, সুনামগঞ্জ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাবেক অবসরপ্রাপ্ত ওসি আহবাব মিয়া, কাউন্সিলর আব্দুল আলী, আব্দুল কাহার, কাজী শুকুর মিয়া, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের জয়েন্ট সেক্রেটারি জামাল খাঁন, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের জয়েন্ট সেক্রেটারি জুবায়ের আহমেদ, দিরাই শাল্লা এসোসিয়েশনের উপদেষ্টা হাজী সিরাজ মিয়া, দিরাই শাল্লা এসোসিয়েশনের উপদেষ্টা নজরুল ইসলাম, কমিউনিটি নেতা এখলাস মিয়া, নিজাম উদ্দীন চৌধুরী, যুক্তরাজ্য শ্রমিকলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাসির, ভাইস প্রেসিডেন্ট আবু বকর খাঁন, ভাইস প্রেসিডেন্ট সাফিক মিয়া, ভাইস প্রেসিডেন্ট কবি শামসুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট পীর আব্দুল কায়ুম, লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা আঙ্গুর আলী, লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দীন, যুক্তরাজ্য শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আসুক আহমেদ, বার্মিং হ্যাম এন্ড মিডলেনড যুবলীগ সভাপতি জুবের আলম, লন্ডন মহানগর শ্রমিকলীগের সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম এ গিয়াস, কমিউনিটি নেতা ফজলুল করিম, আরশ আলী, হাজী আব্দুস সামাদ, শাহীন মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা সৈয়দ শাহীন , সুহেল আহমেদ, গিলমান হোসাইন, আকিকুর রহমান, ব্যারিষ্টার নাফিজ মজুমদার, দিরাই ডেভেলপমেন্ট এর সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, দিরাই ডেভেলপমেন্ট এর সাবেক ট্রেজারার সেলিম সর্দার, দিরাই ডেভেলপমেন্টের ট্রেজাররার বুলন মিয়া, দিরাই-শাল্লা এসোসিয়েশনের সহ সভাপতি শানুর চৌধুরী, সহ-সভাপতি রুহুল আমীন, বিশিষ্ট কমিউনিটি নেতা বদরুল চৌধুরী, দিরাই-শাল্লা এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নজরুল, দিরাই-শাল্লা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল, দিরাই-শাল্লা এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক সুশান্ত দাস প্রশান্ত, কমিউনিটি নেতা মতিউর রহমান, সাদিকুর রহমান, আব্দুল হাই আলী, সিনিয়র সাংবাদিক মাহমুদ ইকবাল, আব্দুস সাত্তার, কমিউনিটি নেতা মহিউদ্দিন জগনু, সাংবাদিক ফখর মিয়া, ফিরুজুল হক, মুক্তিযোদ্ধা মজুমদার আলী, এনামুল হক চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম, হারুন মিয়া, সজ্জাদ মিয়া, আব্দুল জাহির, শফিকুল ইসলাম, মিরজা হোসেন, সমির উদ্দিন শাহীন, আনা মিয়া, জিয়াউল হক চৌধুরী, কবির হোসেন, আব্দুল আজিজ, আব্দুল আহাদ, আবুল কালাম, সাজ্জাদ মিয়া, কাজী সুজন, সাফিউল হক চৌধুরী, ফাহিম আহমদ, সামিউল হক চৌধুরী, যুক্তরাজ্য দিরাই-শাল্লাবাসী এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন- আমাদের দিরাই-শাল্লার আর্থ সামাজিক উন্নয়নে সামছুল হক চৌধুরীর মত একজন দক্ষ রাজনৈতিক এবং সামাজিক ত্যাগী কর্মী ব্যক্তির বিশেষ প্রয়োজন। তিনি একজন সৎ, ত্যাগী ও পরিক্ষিত সমাজকর্মী, সাবেক ছাত্রনেতা যার গতিশীল ও দক্ষ নেতৃত্বের বিশেষ প্রয়োজন আছে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লা বাসী ব্যাপক সংবর্ধনা প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নাগরিক সমাবেশে সাবেক এই ছাত্রনেতা বলেন- বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লাবাসীর এই আয়োজনের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

যুক্তরাজ্য জাতীয় শ্রীমক লীগের কার্যকরী সভাপতি এডভোকেট মো. শামছুল হক চৌধুরী তাহাকে সব ধরনের সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- সুদুর ছাত্র জীবন থেকে প্রায় ৩৪ বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতি ও বিভিন্ন আর্থ-সামাজিক সংগঠনের সাথে থেকে জনগণের জন্য কাজ করে যাচ্ছি।

বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসেবে ভৌগলিক অবস্হানের বাহিরে অবস্হান করলে ও দলীয় আদর্শের ভিত্তিতে অদ্যাবধি দেশে ও প্রবাসে নিঃস্বার্থভাবে আপনাদের সহযোগিতায় আর্থ-সামাজিক কাজ করে যাচ্ছি। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ ১/১১ দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছি।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930