শিরোনামঃ-

» কর আইনজীবী সমিতিতে এ বছরের সংশোধিত পরিপত্র-১ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০১৯ | বুধবার

নিজস্ব রিপোর্টারঃ

সিলেট কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আবু সাঈদ সোহেল বলেছেন- করদাতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যথাসময়ে আয়কর ও অগ্রিম কর প্রদান করে দেশের সমৃদ্বি অর্জনে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন- আয়কর পরিপত্র-১ (২০১৯-২০) একটি যুগোপযোগী আইন এটি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

এই আইনে ব্যক্তি ও প্রতিষ্টান নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর পরিশোধ না করলে করদাতা এবং প্রতিষ্টান উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়কর পরিপত্র-১ (২০১৯-২০) বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সিলেট নগরীর হাউজিং এষ্টেটস্থ বার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজলের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কর অঞ্চল সিলেটের যুগ্ম-কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরী।

আয়োজিত কর্মশালা মূল আলোচনা উপস্থাপন করেন- এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট এম ই এম ইকবালুর রহমান, মো. সুলেমান হোসেন খান, মোহাম্মদ শফিকুর রহমান, মুজিবুর রহমান শাহীন, সিরাজুল হোসেন আহমদ, খায়রুল ইসলাম চৌধুরী, বিধু ভূষণ ভট্টাচার্য, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, পরিক্ষীত এন্দ, এডভোকেট সুব্রত রায়, এডভোকেট সুধাংশু ভূষণ ত্রিবেদী, এডভোকেট রঞ্জু মনি ধর, কাজী আরিফুল হাসান, মোহাম্মদ মাসুদ রানা, মো. বাহা উদ্দিন বাহার, মো. জাহাঙ্গীর আলম, মো. ইফতিয়াক হোসাইন মঞ্জু, মো. আজমল হোসেইন, মো. আমিনুল ইসলাম, এডভোকেট শাহ আলম মহি উদ্দিন, মো. মারুফ আহমদ, মো. মাজাহারুল হক, এডভোকেট বাবলো চন্দ্র ভৌমিক, মো. মোখলেছুর রহমান, জ্যোতির্ময় তালুকদার, মো. নিজাম উদ্দিন খান, মো. খায়রুল আলম, জাহান জেব খালেদ, এডভোকেট কমলেন্দু ভট্টাচার্য (রিংকু), এ এস এম মুবিনুল হক শাহীন, সঞ্জয় মালাকার, এডভোকেট শামসুল আলম দোস্কী, এডভোকেট শাহেদ আহমদ, এ এফ এম নজরুল ইসলাম, তুুুুষার রায়, রাকেশ রায় প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. কামাল আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930