শিরোনামঃ-

» কামাল আহমেদ দূর্জয় পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’ বৃদ্ধাশ্রম’ এর শুভ মুক্তি

প্রকাশিত: ১২. জুন. ২০১৯ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ বিশেষ চলচ্চিত্র বৃদ্ধাশ্রম শুভমুক্তি পেতে যাচ্ছে। কলকাতার জনপ্রিয় এষা কর এর ছোট গল্প অবলম্বনে কামাল আহমেদ (দূর্জয়) এর চিত্রনাট্য এবং পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বৃদ্ধাশ্রম’ এর।

সমাজের অবদমিত অধ্যায়ের অস্পৃশ্য নারীর দ্রোহ ও শেকল ভাঙ্গার অদম্য সাহস, স্বপ্ন, লড়াই এবং হেরে গিয়ে যাপিত জীবনের পুনরাবৃত্তির ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ মঞ্চ অভিনেত্রী, কাজী আয়েশা বেগম এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সিলেট মিডিয়ার প্রবীণ অভিনেতা অশোক কুমার নাগ, ফয়সাল আহমেদ মুন্না, বৃদ্ধা মায়ের অতীত জীবনের চরিত্র অভিনয় করেন মঞ্চ অভিনেত্রী, আশায় ও সিলেটের জনপ্রিয় নাট্যঅভিনেতা কামাল আহমেদ দুর্জয়, জীবন ও আরো অনেকে।

বৃদ্ধাশ্রম নিয়ে আমাদের বাংলাদেশে এখনো কোন বড় চলচ্চিত্র নির্মাণ করা হয়নি। তাই আমাদের দেশ থিয়েটার, সিলেট এর ব্যানার, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বৃদ্ধাশ্রম” তাই সবাই অপেক্ষায় থাকুন দেখার জন্য। দুর্জয় প্রোডাকশন এর পরিবেশনা। বৃদ্ধাশ্রম” পরিচালক কামাল আহমেদ দুর্জয় এ বিষয়ে বলেন, এই স্বাধীনতা নিয়ে নির্মিত বৃদ্ধাশ্রম ও বাংলা ভাষার আমাদের অহংকার, তাই এই গল্পের মাধ্যমে জানতে পারবেন আজকের তরুণ সমাজ। গল্পের সহকারী পরিচালক সাগর আহমেদ। সার্বিক ও সহযোগিতা করেন গীতিকার আব্দুল অদুদ চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৮ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930