শিরোনামঃ-

» আস্তে ধীরে চালাবেন গাড়ী তাড়াতাড়ি পৌছাবেন বাড়ী

প্রকাশিত: ২৩. মে. ২০১৯ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগরীর যানজট নিরসনের লক্ষে নগরীর বিভিন্ন সড়কের পাশে রং পার্কিং, হকার, অবৈধ দোকান প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন মালামাল উচ্ছেদসহ হকারদের বিরুদ্ধে নিজ উদ্যোগে অভিযান ও পথসভা পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বুধবার (২২ মে) বেলা ১২টায় নগরীর আম্বখানা থেকে হাউজিং এস্টেট, দরগা গেইট, খাসদবির রোড, শাহী ঈদগাহ রোড পযর্ন্ত এ অভিযান ও পথসভা পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশ।

এ সময় সাধারণ নাগরিকদেরকে ট্রাফিক নিয়মাবলী ও সড়কের চলাচল সম্পর্কিত সচেতনতা মূলক বক্তব্য প্রদান করা হয়।

উক্ত পথসভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন- আসুন সড়কের শৃঙ্খলায় রক্ষায় সকলে জোড়ালো ভূমিকা পালন করি, অভারটেকিং করবেন না, একজনের আগে আরেকজন যাবেন না, অভারটেকিং করবেন না, বিপদে পড়বেন না, আস্তে ধীরে চালাবেন গাড়ী, তাড়াতাড়ি পৌছাবেন বাড়ী। তাড়াহুড়া করবেন না বিপদে পড়বেন না। এছাড়াও পথসভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকোলিন চাকমা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোর্তিময় সরকার, পিপিএম সহ সচেতন নাগরিকবৃন্দ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ বলেন- যেখানে রং পাকিং, রাস্তার উপর অবৈধ দোকানপাট, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা সেখানে অভিযান চালাবে ট্রাফিক বিভাগ। এছাড়াও নাগরিকদের ট্রাফিক সচেতনায় লক্ষে পথসভা অব্যাহত ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031