শিরোনামঃ-

» প্যারিসে আব্দুল মুক্তাদিরের সমর্থনে সভা

প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০১৮ | বৃহস্পতিবার

এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকেঃ আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে প্যারিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে স্থানীয় ক্যাথসীমাস্থ সোনার বাংলা রেষ্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ফ্রান্সে বসবাসরত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট জেলা ছাত্রদল নেতা সৈয়দ জালাস উজ্জামানের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শোয়েব আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি এম সাইফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শেখ নুরুল ইসলাম, সিলেট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-সম্পাদক গোলাম মাহমুদ আজম, কোম্পানীগঞ্জ ছাত্রদলের সাবেক আহবায়ক আবু সালেহ শামীম,মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জামিল আহমদ তালুকদার, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কফিল আহমদ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল আমিন, আক্তার আহমদ, জসিম আহমদ, সায়েম আহমদ, আজাদ আহমদ, সায়েদ আহমদ, জুয়েল আহমদ, জাহেদ আহমদ, আশরাফ আহমদ, আনসার আহমদ জুয়েল, সামাদ হোসেন, সায়েম আহমদ, জুয়েল আহমদ, রাতুল হাসান জিসাদ, রুবেল আহমদ, আলী আকবর জুয়েল, লায়েক আহমদ, ফাহিম আহমদ, শাহেদ আহমদ, মখসুদ আহমদ, মুমিত আহমদ, মাছুম আহমদ, রিমন মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন- সমগ্র বাংলাদেশে জোটের নেতাকর্মীদের ওপর হয়রানির মাত্রা বেড়ে গেছে।প্রতিনিয়ত ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা হয়রানি করা হচ্ছে।

এসব মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু বর্তমান সরকারের নির্যাতনে ভয় না পেয়ে পিছু না হঠে জোটের প্রার্থীদের বিজয়ী করতে সারাদেশে দলের নেতা কর্মীরা কাজ করে চলেছেন। তেমনিভাবে সিলেট -১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদীরকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

বক্তারা এ সময় সকল প্রকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৯ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031