শিরোনামঃ-

» সিলেট পল্লী বিদুৎ এর মিটার রিডার কাম মেসেঞ্জাররা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০১৮ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ চার দফা দাবি আদায় ও চাকুরী নিয়মিত করণের লক্ষে কর্মবিরতি পালন, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কর্মরতরা। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের সামনে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ সকল কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সিলেট জেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় ৭টি জোনাল অফিস’র ১৩৭ জন মিটার রিডার কাম মেসেঞ্জার সদস্যরা অংশ নেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান সরকারের ঘোষণা মোতাবেক ঘরে ঘরে মিটার লাগছে। কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদেরকে গণহারে চাকুরী থেকে ছাটাই করছে।

অথচ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন এর ২০১২ সালের ৪৯৪ তম বোর্ড সভায় সিদ্ধান্ত মোতাবেক পল্লী বিদ্যুৎ সমিতিতে নয় বছর চাকুরী করার পর অভিজ্ঞতার আলোকে অন্য সমিতিতে আবেদনের মাধ্যমে ৫৫ বৎসর পর্যন্ত চাকুরী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে কিছু কর্মকর্তা ও জেনারেল ম্যানেজাররা নিয়োগ বাণিজ্য করার পায়তারা চালাচ্ছে।

ফলে কাজের পরিধি দ্বিগুণ করে বাড়তি চাপ প্রয়োগ করে চাকুরী থেকে ছাটাই পায়তারা চলছে। পূর্বে একজন মিটার রিডার দুই হাজার মিটারের রিডিং ও মেসেঞ্জাররা দুই হাজার গ্রাহকের বিল বিতরণ করেছেন।

কিন্তু বর্তমানে ঐ দুটি কাজ একজনকেই করতে হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে গ্রাহক ভোগান্তি। আর বর্তমান সরকারের উদ্যোগে জেলা ও উপজেলা শহরে ব্যাপক বিদ্যু উন্নয়ন হয়েছে। কিন্তু সে অনুপাতে তেমন মিটার রিডার কাম মেসেঞ্জার নেই । ফলে গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন।

এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই কাজের পরিধি কমানো, চাকুরী নিয়মিতকরণ ও চাকুরীচ্যুতদের পুন:বহালের দাবি জানানো হচ্ছে।

মানববন্ধন পরবর্তীতে সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসঞ্জোর বিকাশ চন্দ্র দাস, কামাল হোসেন, আব্দুর রকিব, শহিদুল, আব্দুল রাজ্জাক, মিজানুল ইসলাম খান, আসাদ উদ্দিন, সাহেদ মিয়া, আব্দুল আজিজ, আব্দুল খালিক, আব্দুর রহমান, জাহাঙ্গির আলম রায়, মো. ইব্রাহিম, দেব প্রসাদ দে দিপক, কুতুব উদ্দিন, আব্দুল হামিদ, রকিবুল ইসলাম, মোবারক, নয়ন দেবনাথ, তোফাজ্জল হোসেন, নিভাস চন্দ্র দাস, সুনিল চন্দ্র সহ প্রমূখ।

এসময় বক্তারা বলেন- অবিলম্বে যদি চাকুরী নিয়মিতকরণ, সকল সনদদারীকে পূর্বের নিয়মে পূর্নবহাল, কাজের পরিধি কমানো পরিক্ষা ও জেলা কোঠার বিধান বাতিল না করা হয় । তাহলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন ও আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবেন।

এ ব্যাপারে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকোশলী মো. মাহবুবুল আলম জানান, মিটার রিাডার কাম মেসেঞ্জারদের স্মারকলিপি যথাযত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৩ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31