শিরোনামঃ-

» ছাতকে ফারুক হত্যাকারীদের গ্রেফতার ও নেতৃবৃন্দকে কটাক্ষ করার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০১. আগস্ট. ২০১৮ | বুধবার

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ হত্যাকারীদের গ্রেফতার দাবিতে এবং সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, আলহাজ্ব আবরু মিয়া তালুকদার ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরীকে কটাক্ষ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জুলাই) বিকালে উপজেলার জাউয়া বাজারে ওই মিছিল সমাবেশ করে জাউয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনে। মিছিলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। ওই নেতাকর্মীদের সাথে  বিক্ষোভকারীদের বাকবিতন্ডা হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে জাউয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন- ফারুকের খুনীদের রক্ষা করতে একটি কুচক্রি মহল শুরু থেকেই বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

ষড়যন্ত্রের অংশ হিসেবে গত রবিবার মিছিলের নামে জাউয়া বাজারে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার ও জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরীকে কটাক্ষ বক্তব্য দিয়েছে।

বক্তারা হুশিয়ার করে বলেন, যতই ষড়যন্ত্র হোক, ফারুক মিয়া হত্যাকান্ডের মুল হোতা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদকে রক্ষা করা যাবে না।

খিদ্রাকাপন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাউয়া বাজার অভিমুখে রওয়ানা হলে জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিছিলটি পুলিশের বাঁধার মুখে পড়ে। এ সময় পুলিশের সাথে আওয়ামীলীগ নেতাদের বাক-বিতন্ডা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে আসলে স্কুল সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জাউয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য দেওয়ান আবুল কালাম মাষ্টার, শাহীন মিয়া তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, আওয়ামীলীগ নেতা সোহরাব আলী, রুহুল আমিন তালকদার, আরশ আলী খান ভাসানী, আজাদ মিয়া মেম্বার, শফিকুল হক মহাজন, জলকদর আলম, সমছু খা, আব্দুর রহিম, নিহত ফারুক মিয়ার ভাই মানিক মিয়া, আকিক মিয়া, আওয়ামীলীগ নেতা সিরাজ মিয়া, আব্দুস ছালাম, সামছুল ইসলাম, ফয়জুল ইসলাম, যুবলীগ নেতা লায়েক মিয়া তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম রেজা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লাল মিয়া, নূর মিয়া, মাহবুব এলাহী সেলিম, জয়নাল আবেদীন, লেচন মিয়া, কামাল মিয়া তালুকদার, মহিতুজ্জামান তালুকদার, মুক্তাদির আলী, প্রবাসী ফয়জুল হক, যুবলীগ নেতা নজরুল ইসলাম, জিয়াউর রহমান, বিপ্লব এষ, জাবের আহমদ, ছদু মিয়া, আমির হোসেন, কয়েছ আহমদ, কদর আলী, আতাউর রহমান, সায়েস্থা মিয়া, মুসলিম আলী, জালূ মিয়া, জাবেদ তালুকদার, মিনহাজ, মুজাহিদ আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আতাউল গনি সানি, ছাত্রলীগ নেতা মিনহাজ খান, জামিল হক, জাহাঙ্গির আলম, আইন উদ্দিন, রুবেল মিয়া, শাহীন মিয়া, তায়েব খান, সাজ্জাদ মিয়া, সুলতান আহমদ, রাব্বী তালুকদার, মুহিবুর রহমান, মাছুম আহমদ, সুজন মিয়া, শিপু, শাহজাহান, সোহাগ, ফয়ছল, রাফি, সুফিয়ান, আরমান, তুহিন, পাপ্পু, হাবিবুর রহমান, মারুফ আহমদ, জাকার, বদরুল, মুরাদ, পল¬ব, বিকাশ, ইসলাম উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031