শিরোনামঃ-

» নিসচা সিলেট মহানগরের ফ্রি হেলমেট বিতরণ

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০১৮ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মটরবাইক চালকদের ফ্রি হেলমেট বিতরণ অনুষ্ঠান সোমবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর নাইওরপুল পয়েন্টে অনুষ্ঠিত হয়।

নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন- সড়ক দূর্ঘটনা এখন অনেক বৃদ্ধি পেয়েছে বিশেষ করে মটরবাইক চালকদের অসচেনতার কারণে দূর্ঘটনার বৃদ্ধি পাচ্ছে, নিসচা সিলেট মহানগর শাখার এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে, সড়ক দূর্ঘটনা রোধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এসএমপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) তোফায়ের আহমেদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, এডিসি ট্রাফিক নিকুলিন চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন- নিসচা মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল।

এ সময় উপস্থিত ছিলেন- এসি ট্রাফিক পলাশ রঞ্জন দে, টিআই হাবিবুর রহমান হাবিব, হানিফ আহমদ, সার্জেন্ট হৈমন্তী, নিসচা মহানগরের সহ-সভাপতি ইমানুর রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আল আমীন খান, যুব বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান তাপাদার, আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান খান, প্রচার সম্পাদক সৈয়দ নিয়াজ আহমদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য আব্দুল আজিজ রাসেল, তৌরিছ মিয়া, মনির চৌধুরী, মো. সাকির হোসেন, ইয়াসিন আরাফাত সুমন প্রমুখ।

এসময় প্রায় শতাধিক মোটর সাইকেল চালকদের মধ্যে যাদের কাগজপত্র সঠিক আছে তাদের মধ্যে ফ্রি হেলমেট বিতরণ করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসএমপি কমিশনার গোলাম কিবরিয়াসহ উপস্থিত অতিথিবৃন্দ। আগামীতেও এ কার্যক্রম নিসচা মহানগর শাখা অব্যাহত রাখবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031