শিরোনামঃ-

» কাউকে ঘায়েল করতে চাননি কাজলকালো চোখের প্রিয়া!

প্রকাশিত: ১৫. ফেব্রুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ চোখের ইশারায় এরই মধ্যে ভারতসহ বিশ্বের লাখ লাখ তরুণকে ঘায়েল করেছেন কাজলকালো চোখের প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। কিন্তু এখন তিনি বলছেন, ‘কোনো পূর্বপরিকল্পনা ছিল না। এসব প্রচার, জনপ্রিয়তা, সবই আকস্মিকভাবে ঘটেছে। আমি জানি না কীভাবে এর ব্যাখ্যা করব।’ গতকাল বুধবার সন্ধ্যায় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের অনুভূতি জানালেন মাত্র ২৪ ঘণ্টায় সাধারণ থেকে অসাধারণ হয়ে যাওয়া ভারতের দক্ষিণের অষ্টাদশী এই নায়িকা।

ওমর লুলুর ‘অরু আদার লাভ’ ছবির ‘মাণিক্য মারালায়া পুভি’ গানের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের মত, ‘সবটাই কাকতালীয়।’

এদিকে ভারতের হায়দরাবাদের মুকিত খান নামের এক যুবক প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের নামে থানায় অভিযোগ করেছেন। এই নায়িকার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তাঁর। হায়দরাবাদের ফলকনামা থানায় প্রিয়ার পাশাপাশি তিনি ‘অরু আদার লাভ’ ছবির পরিচালক ওমর লুলু, সংগীত পরিচালক শান রহমান, গায়ক বিনীত শ্রীনিবাসনের নামেও অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগের ব্যাপারে প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার বলেন, ‘আমি বিশেষ কিছু জানি না। তাই আমার চুপ থাকা উচিত।’

ভালোবাসা দিবস উপলক্ষে ‘অরু আদার লাভ’ ছবির একটি টিজার মুক্তি পায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইনস্টাগ্রামে প্রিয়ার অনুসারীর সংখ্যা ৩০ লাখ। সামাজিক যোগাযোগের অন্যান্য প্ল্যাটফর্মেও তাঁর অনুসারী বেড়েই চলেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৬ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031