শিরোনামঃ-

» ক্রীড়া ক্ষেত্রে সিলেটের গৌরব উজ্জল ভূমিকা রয়েছে : ড. মির শাহ আলম

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০১৭ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ বেতারের পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) ড. মির শাহ আলম বলেছেন, ক্রীড়াক্ষেত্রে সিলেটের গৌরব উজ্জল ভূমিকা রয়েছে।

এ অঞ্চলের সূর্য সন্তানরা ক্রীড়া ক্ষেত্রে সিলেটকে বিশ্বের দরবারে তুলে ধরতে র্কাপন্য করেন নি। এর ধারাবাহিকতা রক্ষায় তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ক্রীড়াক্ষেত্রে হারিয়ে যাওয়া সম্মান পূণরুদ্বার করতে হবে।

তিনি রোববার (৫ নভেম্বর) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের উদ্যোগে “সমস্যা ও সম্ভাবনায় সিলেটের ক্রীড়াঙ্গন ও আমাদের করনীয় শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সভাপতি আবু মালিহার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফির পরিচালনায় আলোচনায় অংশগ্রহন করেন- শাহপরান সাহিত্য সংসদের সহ-সভাপতি বশির আহমদ, সিলেট ইসলামী সাহিত্য পরিষদের সভাপতি রেজওয়ানুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান, দৈনিক মানচিত্রের সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সদস্য শরিফ আহমদ, মানবাধিকার সংগঠক সুমন আহমদ, আব্দুস শহীদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৩ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031