শিরোনামঃ-

» বিপিএল ‘বয়কট’ করলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০১৭ | রবিবার

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসরের উদ্বোধন হয়েছে শনিবার (৪ নভেম্বর)।

টিকেট বিক্রিতে অব্যবস্থাপনা ও কাউন্সিলরদের পর্যাপ্ত টিকেট না দেওয়ায় সিলেটে বিপিএল বয়কট’র ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মেয়র আরিফ বলেন- শনিবার থেকে সিলেটে বিপিএল শুরু হয়। শুক্রবার রাত ১২টার দিকে তাঁর বাসায় দু’টি ভিআইপি টিকেট পাঠানো হয়েছে। এর আগে তাঁর সাথে কোন যোগাযোগ করা হয়নি কিংবা কোন টিকেটও দেওয়া হয় নি। এ কারণে তিনি বিপিএল’র খেলায় যাবেন না।

তিনি আরো বলেন- সিটি করপোরেশনের ৩৬ জন কাউন্সিলরদেরও বিপিএল আয়োজক কর্তৃপক্ষ কোন টিকেট দেননি। নেতাকর্মী ও কাউন্সিলররা পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় তিনি বিপিএল বয়কট করবেন।

এর আগে, গত শুক্রবার জেলহত্যা দিবসের অনুষ্ঠানে এমন অভিযোগে বিপিএল’র খেলা বয়কটের ঘোষণা দেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার (৪ নভেম্বর) মাঠে আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ যাননি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৪ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031