শিরোনামঃ-

» বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে মাইক বাজিয়ে ভাষণ সম্প্রচার

প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের অবিস্মরণীয় ভাষন বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর মেমোরি অব দি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত হওয়ায় শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের চৌহাট্টা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মাইকযোগে সম্প্রচার করা হয়। বাঙালি জাতির জন্য গৌরব বয়ে আনা ভাষনটি উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানগণ ও নাতি নাতনিগণ গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধাভরে উপভোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ, ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, ডেপুটি কমান্ডার আব্দুল মনাফ খান, বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিনহা, চৌধুরী টেনাই উল্লাহ, আব্দুর রহিম, মো. আউয়াল, শেখ আব্দুস সোবহান, মো. সিরাজ চুনু, শাহিন চৌধুরী, দিপংকর চক্রবর্তী, গুলজার খান, নাজমুল হোসেন, ওলিউর রহমান, মোহাম্মদ আলী।

বিকাল ২ ঘটিকার সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর কমিটির উদ্যোগে এক আলোচনা সভা হয়।

উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর কমিটির আহ্বায়ক নুর আহমদ কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল খালিক লাভলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালিক।

আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান পাপ্পু। এসময় উপস্থিত ছিলেন এনএম ময়না মিয়া, সিরাজুল ইসলাম সুরুকী, সাইফুল ইসলাম, রাসেল আহমদ, আবুল কালাম আজাদ, আবু সাঈদ, জগলু হোসেন, সিফত আহমদ, সাহেল আহমদ, অয়ন আহমদ, সাদিক আহমদ, আপন আহমদ, সাব্বির আহমদ, সিরাজ মিয়া প্রমুখ।

আগামী ৬ নভেম্বর বুধবার সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে এক র‌্যালী অনুষ্ঠিত হবে। র‌্যালীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৭ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031