শিরোনামঃ-

» যেই বাসে প্রথম দেখা, ১৩ বছর পর সেই বাসেই বিয়ে!

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০১৭ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ২০০৪ সালের কোন এক দিন বিকালে বাসে করে যাচ্ছিলেন। বাসেই দেখা হয় ২ অপরিচিতর। প্রথম দেখাতেই ভালো লেগে যায় একে অপরকে। এরপর কেটে গেছে দীর্ঘ ১৩ বছর।
এই ১৩ বছরে দু’জন দু’জনকে ভালো করে জানা-শোনার পর এ বছরই তারা সিদ্ধান্ত নেন বিয়ে করবেন, তাও সেই বাসে! বলছিলাম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা কারা মুলিনস এবং ওসভালদো ওজে জিমেনজের কথা। ১৩ বছর আগে ম্যানহাটনের এম১৪ লোকাল বাসে দেখা হওয়ার সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই দুই জনে সিদ্ধান্ত নেন ঐ বাসেই বিয়ের পর্ব সারবেন।
পরিকল্পনা অনুযায়ী অতিথিদের নিমন্ত্রণও জানানো হয় ঐ বাসের ঠিকানায়। অতিথিদের মধ্যে ৫০ জন বিয়েতে যোগ দিতে পেরেছিলেন। এছাড়া সাধারণ যাত্রীরাও হয়েছিলেন বিয়ের তৎক্ষণাৎ অতিথি। কনে জেমেনজে বলেন, জীবনের পথে তোমাকে খুঁজে পেয়ে আমি ভীষণ খুশি।
এর জবাবে বরের বক্তব্য, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য ১৩ বছর অপেক্ষা করেছি কিন্তু আর অপেক্ষা করতে চাই না। জীবনের বাকি সময়টা তোমার সঙ্গেই কাটাতে চাই। মূলত কনে জিমেনজের মাথা থেকেই এসেছিল ‘যে বাসে তাদের দেখা হয়েছে সেই বাসেই নতুন জীবন শুরু করবেন’।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২০ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930