শিরোনামঃ-

» প্রেমের পূর্বেই বিয়ে হয়েছে আমার : নিপুন

প্রকাশিত: ০৮. আগস্ট. ২০১৭ | মঙ্গলবার

মিডিয়া ডেস্কঃ জনপ্রিয় অভিনেত্রী নিপুন আক্তার, শিগগিরই আসছেন উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ শিরোনামের নতুন সিনেমা নিয়ে।
চলচ্চিত্র জগতের বাইরেও আরো ১০ জন মানুষের মতোই তারকাদেরও রয়েছে সামাজিক জীবন। রয়েছে ভালো লাগার বিষয়, ভালবাসা আর প্রেমের অনুভূতি। পারিবারিকভাবে বিবাহিত নিপুন, তবে বিয়ের আগে কিভাবে প্রেমের সময়টা পার করে আসছেন জানালেন নিপুন।
নিপুন বলেন, ‘প্রেম করার সুযোগই তো পাইনি। প্রেমের আগেই আমার বিয়ে হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে ৭ম সেমিস্টারে থাকতে আমার বিয়ে হয়ে যায়।
তাছাড়া আমার বাবা তো সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তাই এলাকার কেউ তাঁর ভয়ে আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস পেতেন না।
নিপুন আরো বলেন, ‘একটা মজার স্মৃতি পাঠকদের সঙ্গে শেয়ার করতে পারি। ১৯৯১ সালের ঘটনা। বাবা সে সময় বান্দরবনের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমি সেখানকার একটি স্কুলের ক্লাস সিক্সে পড়ি। শাবনাজ-নাঈম অভিনীত চাঁদনি তখন ব্যাপক আলোচিত একটি ছবি। আর ছবির নায়িকা শাবনাজও তখন সুপারহিট। স্কুলের অনেক ছাত্র আমার চেহারার সঙ্গে শাবনাজের তুলনা করত। কিন্তু কেউ সামনে বলার সাহস পেত না বলে স্কুলের দেয়ালে লিখে রেখে যেত।’

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৭ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031