শিরোনামঃ-

» বিএনপি’র মোর্শেদ খান সহ ৮ জনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা

প্রকাশিত: ০৭. আগস্ট. ২০১৭ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বকেয়া আদায়ে সিটিসেলের পরিচালক মোর্শেদ খান সহ ৮ জনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন প্রতিষ্ঠানটির ৫ জন কর্মী।

সোমবার (৭ আগস্ট) শ্রম আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করেছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা মোর্শেদ খানসহ ৮ বিবাদীকে আগামী ৪ সেপ্টেম্বর হাজির হতে সমন দিয়েছেন আদালত।

মামলার অন্যতম বাদী টিপু সুলতান প্রথম আলোকে বলেন, তাঁরা ৫ কর্মী সব মিলিয়ে সিটিসেলের কাছে প্রায় দেড় কোটি টাকা পাবেন। বারবার তাগিদ দেওয়ার পরও তাঁদের বকেয়া পরিশোধ করেনি সিটিসেল। এ কারণে তাঁরা আজ মামলা করেছেন।

সিটিসেল দেশের প্রথম মুঠোফোন অপারেটর। তাদের বন্ধ হওয়া তরঙ্গ ২৪ ঘণ্টার মধ্যে চালু করতে গত ২৫ জুলাই বিটিআরসিকে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে তরঙ্গ বরাদ্দের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্তও প্রত্যাহার করতে বলা হয়। এতে অপারেটরটি ফের কার্যক্রমে ফিরতে পারবে বলে তখন জানান সিটিসেলের কৌঁসুলি।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031