শিরোনামঃ-

» হজ্ব অনিশ্চয়তায় ৪০ হাজার মানুষ; ১২টি ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০২. আগস্ট. ২০১৭ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ভিসা জটিলতা না কাটলে ৪০ হাজার হজযাত্রীর হজ অনিশ্চয়তায় পড়বে। এছাড়া যাত্রীর অভাবে এ পর্যন্ত ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে হজ্ব ক্যাম্পে বিমান শ্রমিকলীগের হজযাত্রীদের বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন।

তিনি বলেন- বিমান বাংলাদেশ হজ্বযাত্রী পরিবহনে শতভাগ প্রস্তুত। কিন্তু ভিসা না পাওয়ায় হজযাত্রীদের পরিবহন করতে পারছে না। সবচেয়ে বড় সমস্যা হবে ফ্লাইট বরাদ্দ নিয়ে।

মন্ত্রী বলেন- বাতিল হওয়া ফ্লাইটগুলোর জন্য বিমান আবেদন করেছে। সেগুলো পেলে সমস্যা হবে না। আর না পেলে ৪০ হাজার হজ্বযাত্রীর হজ্ব অনিশ্চিত হয়ে পড়বে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেছেন- ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স ১২টি হজ্বফ্লাইট বাতিল হয়েছে। এরইমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি বাকি ৩টি সৌদি এয়ারলাইন্সের।

এর মধ্যে মঙ্গলবারই ৪টি হজ্বফ্লাইট বাতিল হয়েছে। এগুলো হলো- ভোর ৪টা ৫৫ মিনিটের (বিজি-৩০৩১), সকাল ৮টা ৫৫ মিনিটের (বিজি-৫০৩১), রাত ১১টা ৪৫ মিনিটের (বিজি-৩০৩৩), রাত ১২টা ৫৫ মিনিটের (বিজি- ৭০৩১)।

এর আগে সোমবার দুপুর দেড়টার (বিজি- ৩০২৯) হজফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া গত রোববারও বিমানের ১টি হজ্বফ্লাইট ও শনিবার বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031