শিরোনামঃ-

» আমরা ছাতকবাসী যুক্তরাজ্যের পক্ষ থেকে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের ৮টি ঘর হস্তান্তর

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০১৭ | শুক্রবার

ছাতক প্রতিনিধিঃ আমরা ছাতকবাসী যুক্তরাজ্য’র পক্ষ থেকে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে গৃহনির্মান প্রকল্পের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধলানী পুড়াকাটি গ্রামে নির্মাণাধিন ৮টি ঘর হস্তান্তর করা হয় এবং হাতধলানী ও চরমহল্লা ইউনিয়নের চরমাদব গ্রামে ২টি ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এই প্রকল্পের অধীনে ধারাবাহিকভাবে নির্মাণাধিন ঘর হস্তান্তর করা হচ্ছে এবং ভিত্তি প্রস্তর স্থাপনের কাজ চলছে।

গৃহনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- প্রতিনিধি দলের প্রধান ও দক্ষিণ ছাতক আদর্শে শিক্ষা সংস্থা ইউকে’র সভাপতি আব্দুল জলিল, ছাতক দোয়ারা যুব পরিষদ ইউকের সহ-সভাপতি মো. আবু সাঈদ, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পূর্ণবাসন কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুস সোবহান, কলামিষ্ট এটি এম কয়েছ, সাবেক ছাত্রনেতা আবু হানিফা সায়মন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম রশিদ আহমদ, জাহিদুল ইসলাম, হাতধলানী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মখদ্দুছ আলী, সাবেক মেম্বার মো. খোয়াজ আলী, মো. রাজু আলী, মো. রাজা উদ্দিন, মো. আলী হোসেন সুহেল, গিলমান তানভীর, মো. সাইস্তা মিয়া, মো. গয়াছ মিয়া, আব্দুল মজিদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031