শিরোনামঃ-

» গাছবাড়ীতে ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্টানে যুগ্ম-সচিব এহসানে এলাহী

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০১৭ | রবিবার

কানাইঘাট প্রতিনিধিঃ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব কানাইঘাটের কৃতি সন্তান মো. এহসানে এলাহী খোকন বলেছেন, বর্তমান সরকারের ডিজিটাল সেবা এখন শহর থেকে দূরে প্রত্যন্ত অঞ্চলে পৌছে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় কানাইঘাটের গাছবাড়ীতে ডায়াগনষ্টিক সেন্টার যাত্রা শুরু করেছে। তিনি বলেন, স্বল্প খরচে, স্বল্প সময়ে মান সম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। সেন্টারের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোন অবস্থাতেই রোগীদের হয়রানি করা যাবে না। গরীব রোগীদের বিনামূল্য চিকিৎসা সেবা প্রদানেরও আহ্বান জানান যুগ্ম সচিব।

তিনি শনিবার (১ এপ্রিল) বিকেলে কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে আইডিয়্যাল ডায়াগনষ্টিক এন্ড হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য  এসব কথা বলেন। ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদের সভাপতিত্বে ও  ডায়াগনষ্টিক সেন্টারের ডিরেক্টর কবির উদ্দিন ও মখলিছুর রহমানের যৌথ  সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাঈদ এনাম, ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ আহমদ, বিশিষ্ট আইনজীবি আখলাকুল আম্বিয়া, মানিকগজ্ঞ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছে এলাহী, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সাংবাদিক তাওহীদুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন  ডা. মো. আবুল খায়ের চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডায়াগনষ্টিক সেন্টারের ডিরেক্টর আব্দুর রহিম,ইমদাদুর রহমান, মারুফ আহমদ প্রমুখ।

ডায়াগনষ্টিক সেন্টারে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দের চেম্বার রয়েছে। যেখানে মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশুরোগ, শ্বাসকষ্ট, টিউমার অপারেশন, খতনাসহ বিভিন্ন  রোগের চিকিৎসাসহ বিভিন্ন  প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031