শিরোনামঃ-

» ১০ লাখ সদস্য নিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠার টার্গেট আনসারুল্লাহ’র

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ কমপক্ষে ১০ লাখ নতুন সদস্য সংগ্রহ করে দেশে খেলাফত প্রতিষ্ঠার টার্গেট নিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)। টিমের ২ জন সক্রিয় সদস্যের স্বীকারোক্তির ভিত্তিতে এ তথ্য দিয়েছে র‌্যাব-১। র‌্যাব বলছে, জসিমউদ্দিন রাহমানীকে মুক্ত করতে কাসিমপুর কারাগারে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের।

08দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর শনিবার রাতে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে র‌্যাব-১ এর সদস্যদের হাতে গ্রেফতার হয় রাশেদুল ইসলাম ওরফে স্বপন এবং বিপ্লব হোসেন ওরফে হুজাইফা।

র‌্যাবের দাবি, গতবছর স্বপনসহ আরো কয়েকজন আল-কায়েদার আইমান আল-জাওয়াহিরির বায়াত নিয়ে গাজীপুরে সদস্য সংগ্রহ করতে থাকে।

র‌্যাব আরো জানিয়েছে, এই গ্রুপের সদস্যরা এ কিউ আইএসের মতাদর্শে অনুপ্রাণিত। এক গ্রুপের প্রধানরাই কেবল অন্য গ্রুপ প্রধানদের চেনে।

আইটিতে দক্ষ এই গ্রুপটি গ্রেফতারের পর যেনো কম্পিটারে তারা কি কি কাজ করেছে, তা যেনো বোঝা না যায় সেজন্য নিষিদ্ধ টর ব্রাউজার ও টোটানুটা মেইল ব্যবহার করে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930