শিরোনামঃ-

» কবি কালাম আজাদের শেষের আলোয় সিক্ত শিশির এর প্রকাশনার মোড়ক উন্মোচন

প্রকাশিত: ২৮. জুলাই. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজঃ বিশিষ্ট নাগরী গবেষক ডক্টর জেমস্ লয়েড উইলিয়াম বলেছেন, কালাম আজাদ মূলত একজন কবি। কবি মাত্রই সৃজনশীল শিল্পী। শব্দসোহাগী সুজন। মনের আবেগে অনুভূতি সঞ্চার করে মেলে ধরে সামাজিক চোখ। নির্মান করেন শব্দচিত্র। একজন কবি তার ভাবনার অতলান্ত থেকে জাগ্রত করেন শব্দকুসুম, কাব্যকানন। কবি কালাম আজাদ  তেমনই একজন সূর্য-সারথী।

তিনি আরো বলেন, কবি কালাম আজাদ এই গল্পগ্রন্থ সমাজের সকল শ্রেনীর মানুষের মনকে জাগ্রত করবে। গল্পগ্রন্থটি পড়ে মানুষের মন বলবে নিজেকে একজন ভালমানুষ হিসেবে নিজেকে গড়ে তুলি। তিনি, আগামীতে আরো নতুন নতুন গল্পপ্রকাশনা করে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিবেন। গতকাল বুধবার নগরীর শিবগঞ্জস্থ সেন্ট্রাল কলেজের হল রুমে প্রবীন কবি ও শিক্ষাবিদ কালাম আজাদের সদ্য প্রকাশিত গল্পগ্রন্থ শেষের আলোয় সিক্ত শিশির এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথাগুলো বলেন।

কবি কালাম আজাদ ফাউন্ডেশনের সভাপতি কবি মুকুল চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী কবি নাজমুল আনসারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনির্ভাসিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নন্দলাল শর্মা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি সৈয়দ আলী আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এ কে এম ফজলুর রহমান, জকিগঞ্জ লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল,  মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি মামুন সুলতান।

প্রকাশিত গল্পগ্রন্থ শেষের  আলোয় সিক্ত শিশিরের লেখক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, কবি লেখকরা তাদের লেখালেখির মাধ্যমে যেভাবে মানুষের ভালবাসা পেয়ে থাকেন তা অন্য কোনভাবে সম্ভব নয়। তাই ভালো ও মানসম্পন্ন একটি গ্রন্থ শুধু মাত্র মানুষকে আনন্দই দিয়ে থাকে না বরং একজন ভালো মানুষ হওয়ার ক্ষেত্রেও উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক বশির উদ্দিন, কবি নাসির হেলাল, অধ্যাপক আহমদ জিয়া শামস, কবি মুসা আল হাফিজ, কবি বাছিত ইবনে হাবীব, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, কবি ফয়জুল হক, আব্দুল মুকিত অপি, জাহাঙ্গীর হোসেন, শহীদুজ্জামান চৌধুরী, এম. এ ওয়াহিদ চৌধুরী, কবি মিনহাজ ফয়সল, শওকত হাসান আখঞ্জি, ছড়াকার কামরুল আলম, দিলওয়ার হোসেন দিলু, মহি উদ্দিন হায়দার, সাংবাদিক শফিক আহমদ শাফি, কলামিষ্ট মাহমুদুর রহমান, আলম উদ্দিন, রুহুল আমিন ছালিক প্রমুখ।

05

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৫ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930