শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ২৮. মার্চ. ২০২৫ | শুক্রবার

দেশী-বিদেশী ষড়যন্ত্র প্রতিরোধ করতে রাজনৈতিক সরকার প্রয়োজন : মিফতাহ্ সিদ্দিকী

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দীর্ঘ ১৫ বছরের টানা আন্দোলন-সংগ্রামের পর ছাত্রজনতার গণঅভ্যূত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা দলবল নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তারা কিন্তু বসে নেই। ভারতে বসে বসে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা দেশের পরিস্থিতিকে অশান্ত করতে চায়।
দেশী-বিদেশী চক্র আমাদের প্রিয় জন্মভূমিকে নিয়ে নির্লজ্জভাবে ষড়যন্ত্র করছে। তাই এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে দেশে রাজনৈতিক সরকার প্রয়োজন। এজন্য দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংষ্কার শেষে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাউথ সুরমা ন্যাশনালিষ্ট ফোরাম ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে সহস্রাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা দেশে ফিরতে দেয়নি।

তিনি লন্ডনে বসেও অত্যন্ত বিচক্ষণতার সহিত দলকে সুসংগঠিত রখেছেন। আন্দোলন-সংগ্রামে কর্মীদের অনুপ্রেরণা দিয়েছেন। গণতান্ত্রিক আন্দোলনের রোডম্যাপ তৈরি করে দিয়েছেন।
তিনি শুধু মাত্র দল বা দলের নেতাকর্মীদের কথাই ভাবেননা, তিনি দেশের সর্বস্থরের সকল শ্রেণীপেশার মানুষের কথা চিন্তা করেন। তাই এই পবিত্র রমজান মাসে তিনি নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।
আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি  সমতা ও ন্যায় বিচার ভিত্তিক জনকল্যাণমূলক, সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই।

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও ফোরামের উপদেষ্টা হাজী শাহাবুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে, ফোরামের সদস্য সচিব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আফজল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মুকুল, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খাঁন জামাল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়ছল।

সিলেট জেলা তরুণ দলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রুবেল এর পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাবিবুর রহমান মাছুম, নুরুল ইসলাম রুহেল, দিলোয়ার হোসেন রানা, স্বেচ্ছাসেবক দলের নুরুল আমিন, নুরুল ইসলাম রুহুল, আলাউর রহমান রুমন, তরুণ দল নেতা ইসমাইল আহমদ তায়েফ, সালমান জামান, রফিকুল ইসলাম হৃদয়, ছাত্রদলের আকিরুল ইসলাম চৌধুরী জিসান, জামিউল ইসলাম জামী, রাহেল সিরাজ, জানু আহমেদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930