শিরোনামঃ-

» আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট জেলা কর আইনজীবী সমিতির মানববন্ধন

প্রকাশিত: ০১. ডিসেম্বর. ২০২৪ | রবিবার

নিজস্ব রিপোর্টারঃ

চট্রগ্রাম বারের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর)  দুপুর ১২টায় নগরীর মেন্দিবাগস্থ কর ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে এহেন নিষ্ঠুর নৃশংস হত্যাকান্ড সংগঠনকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যতদিন এ হত্যাকান্ডের বিচার ও অপরাধীদের শাস্তি নিশ্চিত না হবে ততদিন আইনজীবী সমাজ ঘরে ফিরে যাবে না। আলিফ হত্যাকান্ডের মতো এমন নির্মম ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে সরকারকে সজাগ ও সতর্ক থাকার জোর দাবি জানান বক্তারা।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বারের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল, সিনিয়র কর আইনজীবী হাসনু চৌধুরী, সাবেক সহ-সভাপতি সিরাজুল হোসেন আহমদ আলমগীর, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান,  অ্যাডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, কর আইনজীবী মো. কামাল আহমদ, মো. বাহাউদ্দিন বাহার।

এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, অ্যাডভোকেট মো. গোলাম রাজ্জাক চৌধুরী, অ্যাডভোকেট কাওছার মাহমুদ চৌধুরী, কর আইনজীবী মো. জাহাঙ্গীর আলম, মো. ইফতিয়াক হোসেন মঞ্জু, মোহাম্মদ মাজহারুল হক, সৈয়দ আব্দুল হামিদ, অ্যাডভোকেট আ.স.ম. মুমিনুল হক শাহীন, মো. খায়রুল আলম, মওদুদ আহমদ, অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার, সুশীল চন্দ্র দাস প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031