শিরোনামঃ-

» সিলেটে নারী সাংবাদিক কেন্দ্র’র সেমিনারে সৈয়দা জেবুন্নেছা হক

প্রকাশিত: ০৮. মার্চ. ২০২৪ | শুক্রবার

চ্যালেঞ্জিং পেশায় নারীদের এগিয়ে যাওয়া আশাব্যঞ্জক

ডেস্ক নিউজঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, প্রবীন রাজনীতিবিদ সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন- ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে সিলেটের নারীরা এ জনপদের উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে জড়িত রয়েছেন। বর্তমানে ব্যবসায় সহ চ্যালেঞ্জিক পেশায় নারীদের সুসংহত অবস্থান সিলেটকে এগিয়ে নিতে সহায়তা করছে। নারীরা আর আগের মতো ঘরে বন্দি নয়। দেশ, সমাজ ও জাতির প্রয়োজনে নারীরা দুর্বার গতিতে এগিয়ে চলছে।

তিনি শুক্রবার (৮ই মার্চ) সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজারের গ্রান্ডবাফেট হোটেলের বলরুমে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত ‘সিলেটের উন্নয়ন ও অগযাত্রায় নারীদের ভুমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও গাজী টেলিভিশনের সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ও দৈনিক উত্তরপূর্বের সহকারী সম্পাদক মনিকা ইসলাম।

সৈয়দা জেবুন্নেছা হক তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বর্তমান প্রজন্মের নারীদের প্রেরণার অগ্রদূত। নারীরা যাতে সব পেশায় সমানভাবে এগিয়ে যায় সেদিকে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। এ কারনে বর্তমান সরকারের সময় মেধা ও যোগ্যতা দিয়ে নারীরা দেশের নানা খাতে উল্লেখযোগ্য ভুমিকা রাখছেন। বিশেষ করে ব্যবসায় নারীরা এখন ভালো করছে। সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন পেশায় নারীরা উল্লেখযোগ্য ভুমিকা রাখছেন।

এতে প্রমান হয় বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নারী ঐক্য পরিষদ’র সভাপতি, ক্রীড়া ব্যক্তিত্ব মারিয়ান চৌধুরী মাম্মি।

আলোচনায় অংশ নেন, নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক ফাতেমা সুলতানা অন্যা, সাংগঠনিক সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী, দপ্তর সম্পাদক হাবিবা আক্তার, ইকরা টেলিভিশনের উপস্থাপিকা তাশফিয়া হক, সমাজসেবক জয়শ্রী দেবী, মাহবুবা জান্নাত, নারী সাংবাদিক কেন্দ্রের সদস্য নিশা আক্তার ও পাবলিহা হক প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30