শিরোনামঃ-

» মাজার জিয়ারত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন শফিক চৌধুরী

প্রকাশিত: ০৮. জানুয়ারি. ২০২৪ | সোমবার

ডেস্ক নিউজঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিপুলভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হজরত শাহজালাল (র.) মাজার, শাহপরান (র.) মাজার জিয়ারত এবং জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী।

সোমবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।

এসময় শফিকুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘ ১০ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) নৌকা প্রতীক দিয়েছেন।

আর জনগণ তার রায় দিয়ে বিজয়ী করেছে নৌকাকে। এবার জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করবো। উন্নয়নবঞ্চিত থাকা এই এলাকাকে এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবো।

এসময় তিনি বিশ্বনাথ-ওসমানীনগরবাসী সহ সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সহ সভাপতি আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ শাকির আহমদ শাহীন, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, কোষাধ্যক্ষ শমসের জামাল, সদস্য নাজরা চৌধুরী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন আফতাব, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলী, জেলা যুবলীগের সহ সভাপতি ছয়ফুল আলম মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েস, মহানগর যুবলীগের সদস্য উবেদ, মহানগর তাতী লীগের সহ সভাপতি কামাল উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম, সিলেট ল কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিন, মারুফ আহমদ, জাকির নুর চৌধুরী, রতন মনি দাস প্রমুখ।

পরে তিনি দিনভর বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৭ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31