শিরোনামঃ-

» চা শ্রমিকদের মাঝে সিলেট উইমেন চেম্বারের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০২৩ | রবিবার

ডেস্ক নিউজঃ

সিলেট উইমেন চেম্বারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিলেট শহরতলীর কালাগুল চা বাগান এলাকায় ২০০ জনের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ।

এসময় তিনি বলেন, সিলেট উইমেন চেম্বার প্রতি বছরই সমাজের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র প্রদান করে থাকে। আজ বাংলাদেশে নারীদের উন্নতির পিছনে মূল ভূমিকা রেখেছেন জননেত্রী শেখ হাসিনা। তার হাত ধরে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছেন। তাই আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। তবেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে আরো অনেক দূর নিয়ে যেতে পারবেন।

এসময় সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, নারী চা শ্রমিকরা দিনে চা তোলার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পন্য বাজারজাত করতে পারবে। এক্ষেত্রে তিনি নারী চা শ্রমিকদের প্রশিক্ষণ ও দ্রব্য বাজারজাত করণে সর্বোপরি সহায়তার আশ্বাস ব্যক্ত করেন।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলের, সহ-সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, চা শ্রমিক নেতা রাজু গোয়ালা সহ উইমেন চেম্বারের পরিচালকবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৯ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031