শিরোনামঃ-

» সিসিক মেয়রের সাথে ঝেরঝেরীপাড়া এলাকাবাসীর মতবিনিময়; সমস্যা সমাধানের আশ্বাস

প্রকাশিত: ২৭. মে. ২০২২ | শুক্রবার

নিজস্ব রিপোর্টারঃ

সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডভুক্ত ঝেরঝেরীপাড়া এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে ঝেরঝেরীপাড়া এলাকাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১২টায় সিলেট সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকাবাসী অভিযোগ করেন, পুরাতন পানির পাইপ লাইন পরিবর্তন করে নতুন পাইপ লাইন স্হাপনকালে আবাসিক বাসা-বাড়ির সংযোগ বাবদ সানাউল্লাহ নামে জনৈক ব্যক্তি ১৫০০-৩০০০ টাকা কোন কোন ক্ষেত্রে আরো বেশি টাকা আদায় করেন। পরবর্তীতে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানান এটা সম্পূর্ণ অবৈধ, যা একধরনের চাঁদাবাজি। সানাউল্লাহ নামে জনৈক সাব ঠিকাদার লাইপ লাইনের কাজ করেছেন বলে এলাকাবাসী জানান। ভুক্তভোগীরা জিজ্ঞেস করলে সানাউল্লাহ জানান, তিনি স্হানীয় কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বলের নির্দেশে এই টাকা নিচ্ছেন।

সভায় এভারগ্রীন সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক আহমদ জুলকারনাইন তাঁর বক্তব্যে বলেন, মেয়র মহোদয়ের বাসভবন সংলগ্ন এলাকা হওয়া সত্ত্বেও ঝেরঝেরীপাড়া আজ অবহেলিত।

রাস্তাঘাট ভাঙা, রাতে রাস্তার লাইট ঠিকমতো জ্বলে না। ড্রেনের কালভার্টের কাজ প্রায় বছরখানেক হয়ে গেল এখনও তা সম্পন্ন হয়নি। ল্যাম্প পোষ্টগুলো যথাস্থানে পুনঃস্থাপনের কাজ ঝুলে আছে।

সভার একপর্যায়ে পানি শাখার একজন কর্মকর্তা সানাউল্লাহকে চিনেননা বললে এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এভারগ্রীন ক্লাবের আহবায়ক রাগান্বিত হয়ে বলেন, সিটির এতবড় রাস্তা খুঁড়ে পাইপলাইনের কাজ হয়েছে আর আপনারা জানেননা। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন, আর আপনারা জনগণকে অবহেলা করেন।

মেয়র আরিফুল হক চৌধুরী ধৈর্য সহকারে সবার বক্তব্য শুনেন। ঝেরঝেরীপাড়াবাসী যদি লিখিত অভিযোগ দেন তাহলে তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করবেন। তিনি তদন্তের ভিত্তিতে দোষীদের শাস্তি নিশ্চিতের ব্যাপারে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। অতিদ্রুততার সহিত অন্যান্য সমস্যা সমাধান করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এভারগ্রীন ক্লাবের আহবায়কের সিটির প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান এর সাথে এনিয়ে প্রচন্ড বাদবিতণ্ডা হয়, যদিও সভা শেষে মেয়র আরিফুল হক চৌধুরী দুজনের মধ্যে মিলিয়ে দেন।

মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রশাসনিক ও পরিচ্ছন্ন কর্মকর্তা হানিফুর রহমান প্রমূখ।

এলাকার মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আতাউর রহমান, সেলিম আহমদ চৌধুরী, বাবুল আহমদ, মনসুর লস্কর চৌধুরী, কয়ছর আহমদ, শায়েক আহমদ প্রমূখ।

এভারগ্রীন ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব আহবায়ক আহমদ জুলকারনাইন, প্রিন্সিপাল মাওলানা মাহমুদ সোয়াইব, তারেক আহমদ খান, সালমান চৌধুরী শাম্মি, আমিনুর রশীদ ফয়সল, আয়কর আইনজীবী মোঃ কামাল আহমদ, লুৎফুর রহমান, এবিএম শিপু, মাশারুল হক মাশার, আহমেদ ওবায়েদ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031