শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় থ্রী হুইলার অটো বাইক চলাচলের দাবীতে স্মারকলিপি

প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২২ | বুধবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

দক্ষিণ সুরমার ক্বিনব্রিজের নিচ থেকে চন্ডীপুল আলমপুর ও শিববাড়ী লিংক রোডে গ্যাস চালিত থ্রী হুইলার অটো বাইক চলাচলের অনুমতি প্রদানের দাবীতে আলোচনা সভা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সিলেট মহানগর।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সিলেট মহানগরের আহবায়ক জনি ঘােষ।
সংগঠনের সদস্য সচিব শফিকুল ইসলাম শামীমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মােঃ সাইফুল ইসলাম, সদরুল ইসলাম, শ্রী সুজিত সূত্রধর, মােঃ গােলাম হােসেন, খলিলুর রহমান, বদরুল ইসলাম, রুবেল আহম্মেদ, আফরােজ মিয়া, আমির হােসেন, শামীম আহমেদ, মুজিবুর রহমান মুহিন, মােঃ সুরত আলী, মােঃ তৈয়ব আলী, মােঃ বাবুল আহম্মেদ, মােঃ রুবেল আহম্মেদ, জগলুল হক সাগর, মােঃ জাকির হােসেন, মােঃ ফকরুল ইসলাম, আক্তার হােসেন, মঞ্জু চন্দ্র দাস, মােঃ রহমান।
এর আগে, ১১ জানুয়ারি মঙ্গলবার একই দাবীতে সিলেটের জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পেরেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ সহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সিলেট মহানগরের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, ‘গ্যাস চালিত থ্রী হুইলার অটো বাইক চলাচলের মাধ্যমে তারা স্বল্প ভাড়ায় যাত্রী সেবাদানের পাশাপাশি বর্তমান দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে কোন রকম জীবন যাপন করে থাকি। বিগত ১ জানুয়ারি স্থানীয় পুলিশ প্রশাসন ও ট্রাফিক পুলিশের নিষেধাজ্ঞার কারনে আমরা যাত্রী সেবায় থ্রী হুইলার অটোবাইক চালাতে না পারিয়া বেকার হয়ে পড়েছি।
এ গাড়ী ছাড়া আমাদের আর কোন উপার্জনের রাস্তা নাই। আমরা বিভিন্ন সমবায় সমিতির সংস্থা থেকে নেওয়া সাপ্তাহিক ও মাসিক কিস্তির ঋন পরিশােধ করিতে পারিতেছি না। আমরা পড়ালেখায় অনভিজ্ঞ সাধারণ দৈনিক খেটে খাওয়া শ্রমিক। আমরা নিঃস্ব, অসহায় বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে নিদারুণ দুঃখ কষ্টে অত্যন্ত অভাব অনটনে দিনাতিপাত করছি।’
শ্রমিকদের এমন দুর্দিনে মানবিক সাহায্যে এগিয়ে আসার জন্য নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৮ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031