শিরোনামঃ-

» “অভিশপ্ত আগস্ট”র ৩১তম পরিবেশনা মঞ্চস্থ

প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

অদ্য শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা  সাড়ে ৬টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় ১৫ আগস্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকাণ্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগস্ট”র ৩১তম পরিবেশনা মঞ্চস্থ হয়।

নাটকটির পরিকল্পনা গবেষণা ও তথ্য সংকলক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়, ডিআইজি ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশ ও বঙ্গবন্ধু গবেষক।

রচনা ও নির্দেশনা মোঃ জাহিদুর রহমান পুলিশ পরিদর্শক নারায়ণগঞ্জ জেলা।

এসএমপি’র সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ মহোদয়ের উপস্থিতিতে নাটকটি উপভোগ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকোট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, জেলা পরিষদের সদস্য শাহনুর মিয়া, নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজতকান্তি গুপ্ত, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, এনটিভি ইউরোপের বিভাগীয় প্রধান সাজলু লস্কর, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জাবেদুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুন সহ পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ ও সিলেটের বিশিষ্ট জনগণ।

সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় নাটকটি সফলভাবে মঞ্চায়নের জন্য সকল নাট্যাভিনেতা সহ হৃদয়স্পর্শী নাটকটির সম্মানিত সংকলক, রচয়িতা ও সকল কলাকুশলীদের প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930