শিরোনামঃ-

» ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর কৃষক দলের আলোচনা সভা

প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০২০ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর কৃষক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সালেহ আহমদ গেদার সভাপতিত্বে ও সদস্য সচিব মারুফ আহমদ টিপুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের কৃষককে নির্ভর করে কৃষকের জীবনমান উন্নতির লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী কৃষক দল গঠন করেছিলেন। সবার আগে কৃষককে বাঁচতে হবে। কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা সবাইকে মনে রাখতে হবে। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। যারা আজ এই জনগণকে কষ্ট দিচ্ছে তাদেরকে একদিন এই জনগণই ধরবে।

তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, জনগণের ভোটের অধিকার নেই। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুণরুদ্ধার না হবে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত সকল বাধা বিপত্তি উপেক্ষা করেও বিএনপি আন্দোলন, রাজনীতি চালিয়ে যাবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য আজির উদ্দিন, মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক সোহেল মাহমুদ, সোহেল আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন আহমদ রুহুল, মো. আলী সোহেল, ফজলে এলাহী পাপ্পু, আব্দুল মান্নান, আব্দুল বশর, তাজ উদ্দিন টিটু, মো. আলী লাহিন, ফখরুল ইসলাম, হাসান আহমদ, আজাদ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031