শিরোনামঃ-

» মাহে রামাদ্বানে সহীহভাবে কুরআন শিক্ষা সবচেয়ে মহৎ কাজ: খন্দকার শিপার আহমদ

প্রকাশিত: ২২. জুন. ২০১৭ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ  সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার শিপার আহমদ বলেছেন- পবিত্র মাহে রামাদ্বান হচ্ছে কুরআন নাযিলের মাস। পবিত্র এ মাসে কুরআন অধ্যয়নের চেয়ে বড় মহৎ কাজ আর  নেই। সবাইকে সহীহভাবে কুরআন শিক্ষা করতে হবে। কুরআনকে শুধু শিখার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে আমল করতে হবে। কুরআনের আলোয় নিজের পাশাপাশি সমাজকেও আলোকিত করতে হবে। সহীহ কুরআন শিক্ষায় কোরানিক এরিনা গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে যাচ্ছে।

তিনি বুধবার (২১ জুন) কোরানিক এরিনা সিলেট আয়োজিত শাহরুল কোরআন কোর্সের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কোরানিক এরিনার পরিচালক ও বাংলাদেশ ঢাকাস্থ সৌদী দুতাবাস এর দা’ঈ শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী। প্রতিষ্ঠানের একাডেমিক চীফ মাহফুজ আল মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- কোরানিক এরিনার সেক্রেটারি সালেহ আহমদ তারেক।

নগরীর শিবগঞ্জস্থ প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে অভিভাবক মন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন- এডভোকেট জুনেদ আহমদ।

কোরআন তেলাওয়াত করেন- পৃথকভাবে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ওবায়দুল্লাহ আল রেজওয়ান, ইখওয়ান আযীয খান, মানারাত আলীম চৌধুরী, মুহসিন হক শাবাব, জাওয়াদ, আবু তালাল ও  রুহাইমা রাহমা।

ইসলামী সংগীত পরিবেশন করেন- প্রশিক্ষক শাহনেওয়াজ চৌধুরী রাজীব।

অনুষ্ঠানে কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জন করায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930