শিরোনামঃ-

» স্কুলছাত্র ইমন হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০১৭ | বৃহস্পতিবার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার চাঞ্চল্যকর শিশু ইমন হত্যা মামলায় সাক্ষ্য অব্যাহত রয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সিলেটের দ্রুতবিচার ট্রাইবুনালের বিচারক মকবুল আহসানের আদালতে সাক্ষ্য দিয়েছেন ছাতকের নোয়ারাই ইউপির তৎকালীন চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল।

এর আগে বাদি জহুর আলী ও বাতির কান্দি গ্রামের লোকমান আহমদ সাক্ষ্য দেন। বুধবার ঘন্টাব্যাপী সাক্ষ্যতে আবুল ইমন হত্যার বিবরণ তুলে ধরেন।

ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ও লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার কমিউনিটি বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্র ইমনকে ২০১৫ সালের ২৭ মার্চ অপহরণ করা হয়। পরে মুক্তিপনের টাকা পাওয়ার পরও অপহরণকারীরা শিশু ইমনকে হত্যা করে।

৮ এপ্রিল মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে সিলেটের কদমতলী বাসষ্ট্যান্ড থেকে শিশু ইমনের হত্যাকারী ঘাতক ইমাম সুয়েবুর রহমান সুজনকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, বিষের বোতল ও রক্তমাখা কাপড় উদ্ধার করে। এমনকি বাতিরকান্দি হাওর থেকে ইমনের মাথার খুলি ও হাতের হাড় উদ্ধার করে পুলিশ।

আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানিয়েছেন, এ পর্যন্ত মামলায় ৩ জন সাক্ষ্য দিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930