শিরোনামঃ-

» এস আই ইউ-এ ‘টিম বিল্ডিং ওয়ার্কশপ’র উদ্বোধন

প্রকাশিত: ১৭. জানুয়ারি. ২০১৭ | মঙ্গলবার

এস আই ই্উ প্রতিনিধি:: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান মো. শামীম আহমদ বলেছেন, গবেষণা ছাড়া শিক্ষকতা পূর্ণতা পায় না। তাই শিক্ষকদের জ্ঞান অন্বেষনে নিরন্তর কাজ করতে হবে।

তিনি বলেন, যুগোপোযোগী শিক্ষাদানের জন্য শিক্ষকদের প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির সাথে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকারের স্বপ্ন ও উদ্দেশ্যের সাথে মিল রেখে এস আই ইউ’কে এগিয়ে যেতে হবে।

তিনি মঙ্গলবার (১৭ জানুযায়ী) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের “এস এ” কমিটি আয়োজিত “টিম বিল্ডিং ওয়ার্কশপ” এর উদ্বোধনকালে এসব কথা বলেন।

হিক্যাপ প্রজেক্টের অধীনে “এস-এ” কমিটির এ কর্মশালার উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন।

ইংরেজি বিভাগের এসএ কমিটির প্রধান সৈয়দ হাসান মাহমুদ এর সভাপতিত্বে এবং সদস্য মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন “এস এ” কমিটির সদস্য ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন কী নোট স্পীকার শাবিপ্রবি’র অধ্যাপক ড. আশরাফুল আলম, এস আই ইউ’র আইকিউএসি’র পরিচালক এক্রামুল ফারুক, অতিরিক্ত পরিচালক মশিউর রহমান, প্রক্টর ও ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রধান মাহবুব ইবনে সিরাজ, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার নসরত আফজা চৌধুরী, আইন বিভাগের প্রধান হুমায়ুন কবির, বিবিএ’র প্রধান আবু সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ, ইংরেজী বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় “এস এ” কমিটির দায়িত্ব কর্তব্য বিষয়ে ব্যাপক পর্যালোচনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930