শিরোনামঃ-

» নতুন বই পেয়ে উল্লাসিত সূর্যোদয় এতিম স্কুলের শিক্ষার্থীরা

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০১৭ | রবিবার

ষ্টাফ রিপোর্টার:: নতুন বছরের প্রথম দিনেই সিলেটের সূর্যোদয় এতিম স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে।

নতুন বই পেয়ে উল্লাসিত ছিলেন এই স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। বইয়ের ঘ্রাণ আর তাদের উল্লাসে মাতোয়ারা হয়ে উঠেছিল পুরো স্কুল প্রাঙ্গন।

রবিবার (১ জানুয়ারী) সকালে সূর্যোদয় এতিম স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাসান তালুকদার সুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে কামালের পরিচালনায় বই উৎসব আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাক্কাতুরা টি স্টেট সিলেটের ম্যানেজার সায়েদ মাহমুদ হাসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনমত ইউকের নির্বাহী সম্পাদক সায়েম চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, এহিয়া আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সূর্যোদয় এতিম স্কুলের উপদেষ্ঠা সুফিয়ান চৌধুরী মনি, জুনেদ আহমদ, সহকারী প্রধান মৌলভী শহিদুল ইসলাম, রিপন আহমদ, নজরুল ইসলাম, জুনায়েদ আহমদ, মুক্তার আহমদ, সূর্য্যেদয় এতিম স্কুলের শিক্ষক রুজিনা আক্তার, হামিদা আক্তার, ইমা আক্তার তোফায়েল আহমদ, বদরুল আহমদ, সুহাগ আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, আজকের শিশুরাই জাতিকে আগামী দিনের পথ দেখাবে। তাই মানসম্পন্ন পড়ালেখার মাধ্যমে তাদেরকে সত্যিকারের সুনাগরিকে পরিণত হতে হবে।

বছরের প্রথমদিনে শিশুদের বই বিতরণের ফলে শিশুরা শিক্ষা অর্জনে উদ্বুদ্ধ হবে।

তাছাড়া শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বই পড়ার অভ্যাসের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখারও অনুরোধ জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সূর্যোদয় এতিম স্কুলের ধর্ম বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন অর্থ সম্পাদক আফজাল হোসেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930