শিরোনামঃ-

» দুই দিনের সাংগঠনিক সফরে সিলেট আসছেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী

প্রকাশিত: ১৩. জুন. ২০২৫ | শুক্রবার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ শায়খুল হাদিস মাওলানা আব্দুর রব ইউসুফী দু’দিনের সাংগঠনিক সফরে সিলেট আসছেন।
আগামিকাল শনিবার (১৪ জুন) সকাল ৯টার ইউএস-বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দর অবতরণ করবেন।
এসময় সিলেট মহানগর জমিয়ত নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করবে।
পরে সকাল ১০টায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজারে উপজেলা জমিয়তের কার্যালয় উদ্বোধন করবেন, দুপুর ২টায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা জমিয়ত আয়োজিত জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমেদের নির্বাচনী এলাকায় বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
শনিবার সন্ধ্যায় দিরাই উপজেলা সদরে বিশিষ্ট উলামায়ে কেরাম উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
পরদিন রবিবার সকালে জেলা জমিয়ত নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও সাংগঠনিক খোঁজখবর নিবেন।
রবিবার (১৫ জুন) ২টায় দিরাই উপজেলা সদরে আয়োজিত ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে উপজেলা জমিয়ত আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখবেন।
জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফ সাহেবের সাথে সফরসঙ্গী থাকবেন, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031