শিরোনামঃ-

» বিএনপি নেতা তারেক কালামের মৃত্যুতে সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন-৭০৭এর শোক

প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এ কে এম তারেক কালামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-৭০৭ কেন্দ্রীয় কার্যকরি কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক, সিলেট সড়ক পরিবহন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ৭০৭ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জাকারিয়া আহমেদ, ৭০৭ কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ  আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য, শ্রমিক নেতা এম বরকত আলী ও আলতাব চৌধুরী রাজা আহমেদ রাজা।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এ কে এম তারেক কালামের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গণসহ সকল মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই অকালপ্রয়াণ সিলেটবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।

তিনি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি দেশের সংকটময় সময়ে দৃঢ় অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুম একে এম তারেক কালামকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728