শিরোনামঃ-

» ৩১ দফা হলো জাতীয় রূপরেখা গঠনের নতুন দিগন্ত : সাহেদ আহমদ

প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ
জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক দলীয় ইশতেহার নয়; এটি একটি জাতীয় রূপরেখা, যা বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের ভিত্তি হিসেবে কাজ করবে। এটি জাতিকে একটি নতুন দিকনির্দেশনা দেবে, যা একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সহায়ক হবে।

তিনি আরও বলেন, সাধারণ জনগণ এই প্রচারপত্র পেয়ে আগ্রহের সাথে পড়ছেন এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। অনেকে মনে করছেন, এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করবে।

তিনি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলার আওতাধীন তেতলী ও লালাবাজার ইউনিয়নের যৌথ উদ্যোগে লালাবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক রেজুয়ান আহমদ শিকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মতির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সদস্য সচিব মো. মস্তাক আহমদ, বিএনিপ নেতা খছরুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সদস্য সচিব মো. মামুন মিয়া, শাহপরান থানার সদস্য সচিব জামিল আহমদ জামাল, দক্ষিণ সুরমা উপজেলার যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ, ফজলু মিয়া, দক্ষিণ সুরমা জিয়া মঞ্চ নেতা আশকর আলী, লুৎফুর মিয়া, ইমন মিয়া, সাজু খান, ওলি আহমদ, হৃদয় আহমদ, লায়েক আহমদ, মারুফ আলী, রাফি আহমদ, সজিব আহমদ, ইকবাল আহমদ, ইমন মিয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728