শিরোনামঃ-

» বাম গণতান্ত্রিক জোট, জাসদ ও বাম মোর্চার উদ্যোগে মৌলভীবাজারে ত্রানসামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২৪ | শনিবার

মৌলভীবাজার প্রতিনিধিঃ

বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সিলেট জেলার উদ্যোগে শনিবার (২৪ আগষ্ট) বিকাল ৪টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বৃন্দাবন পুর এলাকার ২টি আশ্রয় কেন্দ্রে বানভাসি মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলার বাংলাদেশ জাসদ সভাপতি এড. জাকির আহমদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সিলেট জেলার সভাপতি কমরেড সিরাজ আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাসান, বাসদ সিলেট জেলার আহবায়ক কমরেড আবু জাফর, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য এডভোকেট মহিতোষ দেব মলয়, এডভোকেট রনেন সরকার রনি, বাসদ (মার্ক্সবাদী) সিলেট জেলার সদস্য সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ জাসদ সিলেট জেলার নেতা ফেরদৌস আরবি, বাংলাদেশ জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল আলম, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক নাজাত কবির, জাতীয় শ্রমিক জোট নেতা সঞ্জিত কুমার চন্দ প্রমুখ নেতৃবৃন্দ। ত্রান বিতরণের সময় মৌলভীবাজার জেলার বাম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি এডভোকেট মকবুল হোসেন, বাসদ মৌলভীবাজার জেলার আহবায়ক এডভোকেট মইনুর রহমান মগনু, কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. মাসুক মিয়া, বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলার সভাপতি কমরেড সালেহ সোহেল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, কমিউনিস্ট পার্টি নেতা জহর লাল দত্ত, চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায় প্রমুখ।

ত্রান বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, বন্যায় অত্র এলাকার যে পরিমান মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যে সকল মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন তাদের সকলের জন্য ত্রান সহায়তা করা সম্ভব না হলেও এদেশের যেকোন দুর্যোগে বামপন্থী দলসমূহ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জনগণের পাশে দাঁড়াবার চেষ্টা করে।

দেশের বড় বড় রাজনৈতিক দলসমূহ কে কোন সুযোগে রাষ্ট্রক্ষমতা দখল করবে সেই সমীকরণে ব্যাস্ত থাকলেও মানুষের বিপদে, দূর্যোগে তাদের ভূমিকা তেমন চোখে পড়ে না।

এ সময় নেতৃবৃন্দ প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031